X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. আল আমিন হোসেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, টুঙ্গিপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলী আহমেদ এবং একই ইউনিয়ন পরিষদের মেম্বার কবির তালুকদার।

দুদকের উপ-পরিচালক ও গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান মো. মশিউর রহমান জানান, ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় ‘চর গোপালপুর ওয়াবদা রাস্তা থেকে পাতিলঝাপা অনন্ত বৈদ্যর বাড়ি হয়ে ভেন্নাবাড়ি বৈদ্যবাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ ও প্যালাসাইডিং-করণ’ প্রকল্পের কাজটি না করেই ৩৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করা হয়।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, প্রকল্পগুলোতে সরেজমিনে দেখা গেছে— ড্রেজার দিয়ে বালু ফেলে রাস্তা তৈরি করায় সাধারণ মানুষের ব্যবহার উপযোগী নেই। ড্রেজার দিয়ে বালু তোলায় দূর থেকে শ্রমিক দিয়ে মাটি আনার খরচ লাগেনি। কিন্তু ওই খাতেও বিল বাবদ অর্থ উত্তোলন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত লিড, ম্যানুয়েল কম্পেকশন, লেভেলিং, ড্রেসিং, ক্যাম্বারিং, পার্শ্ব ঢাল ঠিককরণ, শক্ত কাদা-বালি-মাটির জন্য অতিরিক্ত ব্যয় বাবদ বিল উত্তোলন করা হলেও রাস্তায় এধরনের কোনও কাজ করার তথ্য পাওয়া যায়নি। 

প্রকল্প বাস্তবায়নকারী আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে ভুয়া মাস্টাররোল তৈরি করে সেটা দাখিলের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ উত্তোলন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!