X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. আল আমিন হোসেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, টুঙ্গিপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলী আহমেদ এবং একই ইউনিয়ন পরিষদের মেম্বার কবির তালুকদার।

দুদকের উপ-পরিচালক ও গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান মো. মশিউর রহমান জানান, ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় ‘চর গোপালপুর ওয়াবদা রাস্তা থেকে পাতিলঝাপা অনন্ত বৈদ্যর বাড়ি হয়ে ভেন্নাবাড়ি বৈদ্যবাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ ও প্যালাসাইডিং-করণ’ প্রকল্পের কাজটি না করেই ৩৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করা হয়।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, প্রকল্পগুলোতে সরেজমিনে দেখা গেছে— ড্রেজার দিয়ে বালু ফেলে রাস্তা তৈরি করায় সাধারণ মানুষের ব্যবহার উপযোগী নেই। ড্রেজার দিয়ে বালু তোলায় দূর থেকে শ্রমিক দিয়ে মাটি আনার খরচ লাগেনি। কিন্তু ওই খাতেও বিল বাবদ অর্থ উত্তোলন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত লিড, ম্যানুয়েল কম্পেকশন, লেভেলিং, ড্রেসিং, ক্যাম্বারিং, পার্শ্ব ঢাল ঠিককরণ, শক্ত কাদা-বালি-মাটির জন্য অতিরিক্ত ব্যয় বাবদ বিল উত্তোলন করা হলেও রাস্তায় এধরনের কোনও কাজ করার তথ্য পাওয়া যায়নি। 

প্রকল্প বাস্তবায়নকারী আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে ভুয়া মাস্টাররোল তৈরি করে সেটা দাখিলের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ উত্তোলন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
সর্বশেষ খবর
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
খা‌লেদা জিয়ার আনুষ্ঠানিক সফরসঙ্গী যারা
খা‌লেদা জিয়ার আনুষ্ঠানিক সফরসঙ্গী যারা
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে