তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে ৩২টি ইকুইপমেন্টরকমিশনিং করেছে বিমান বাংলাদেশ। এ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসই বিভাগে বুধবার (৫ মার্চ) দুপুরে ‘নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমান পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) শাহরিয়ার আহমেদ চৌধুরী, বিমানের এমডি ও সিইও মো. সাফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মোট ৫৪ কোটি টাকা ব্যয়ে কেনা ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের কমিশনিং করা হয়।