X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, সদস্যপদ স্থগিত

ঢাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ০৯:৫০আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৯:৫০

সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এর আগে রাত সাড়ে ১১টায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক আইডিতে একটি পোস্টে গণতান্ত্রিক ছাত্র সংসদের ওই নেতার চাঁদাবাজির অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার এলাকার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ডের ইন্টারনেটের ব্যবসা করে। সে বেশ কয়েকদিন কল দিয়ে সাক্ষাৎ করতে চাইছিল, সময় দিতে পারিনি। আজকে তাকে অফিসে আসতে বলি। সে আজ অফিসে এসে আমাকে জানায়, নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।’

রাশেদ খান আরও লিখেছেন, ‘ছেলেটি আজকে আমার কাছে এসে অভিযোগ দেয়। আমি তার কাছে তথ্যপ্রমাণ চাই। সে আমাকে রেকর্ড শোনায়। আমি তাকে বলি, অপুকে কল দাও। কল দিলে দেখি ঘটনা সত্য। সে ৫০ হাজার চায় কিন্তু  ৩০ হাজার দেওয়ার জন্য বলে। এসময় অফিসে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহীদুল ফাহিম। ফাহিম কথোপকথন সংরক্ষণ করে রাখে। আমি বিষয়টি জানানোর জন্য সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকেরকে কল করি। তাকে না পেয়ে সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসানকে অবহিত করি। সে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এবং আমাকে তথ্যপ্রমাণ পাঠাতে বলে।’

নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে উল্লেখ করে বলেন, ‘আমি তাদের সাফল্য কামনা করি। কিন্তু সংগঠনে অন্তর্ভুক্ত কেউ ছাত্রলীগের স্টাইলে হলে দখলদারত্ব ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হোক, সেটি প্রত্যাশা করি না। আশা করি, গণতান্ত্রিক ছাত্র সংসদ অপুর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।’ 

তার এই পোস্টের কিছুক্ষণ পরেই সংগঠন থেকে তার সদস্যপদ স্থগিতের তথ্য জানানো হয়।

/ইউএস/
সম্পর্কিত
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির রেকর্ডপত্র দুদকে তলব
সিকদার গ্রুপের সাবেক চেয়ারম্যান জয়নুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন