X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

রঙ মিস্ত্রীর ছদ্মবেশে রেকি করতেন বিল্লু, দলবল নিয়ে করা হতো ডাকাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৫, ২০:০৫আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:০৫

রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ডাকাত সরদারসহ চারজনকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। সংস্থাটি বলছে, ডাকাত দলের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশে বিভিন্ন এলাকায় রেকি করে তথ্য সংগ্রহ করতো। বিশেষ করে ডাকাত সরদার বিল্লু অভিজাত এলাকায় রঙ মিস্ত্রী ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে ডাকাতি করতো।

শনিবার ( ৮ মার্চ) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো— ডাকাত সরদার মো. বিল্লু মিয়া (৩৫) ও সহযোগী আবু জাহের (৩০),  আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও মো. আলমগীর (৩২)। 

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি,  একটি করে পাইপ গান, কার্টিজ, সিএনজি, চাকু, রেঞ্জ, সামুরাই, শাবল, স্ক্রু ড্রাইভার, দুটি করে দুটি প্লায়ার্স, র‌্যাব-পুলিশ সদৃশ্য কালো রংয়ের জ্যাকেট, কালো ক্যাপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।

ডিআইজি মো. খালিদুল হক বলেন, মোহাম্মদপুর কেন্দ্রিক সব অপরাধী চক্রকে আইনের আওতায় আনার লক্ষে র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সরদার বিল্লুকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্যান্টের ডান পকেট হতে পাঁচ রাউন্ড গুলি, একটি খালি খোসা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে র‌্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ছিল। আসামি বিল্লু মিয়া মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। পাশাপাশি গ্রুপটি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করতো।

এক প্রশ্নের জবাবে র‍্যাব-২ অধিনায়ক বলেন, ডাকাত সরদার বিল্লু ৮ বছর আগে গাইবান্ধা থেকে ঢাকায় আসে। সে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রঙ মিস্ত্রীর কাজ করতো। মূলত সে এই পেশার আড়ালে ডাকাতি করার জন্য রেকি করতো এরপর তার সংগ্রহ করা তথ্য নিয়েই দলের সদস্যদের নিয়ে ডাকাতি করতো। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পেয়েছে র‍্যাব। ডাকাত বিল্লুর দলে একাধিক নারী সদস্য রয়েছে। যাদের ব্যবহার করে সিএনজি চালককে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার কাজ করতো।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পল্লবীতে অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেফতার
সর্বশেষ খবর
হজ ফ্লাইট শুরু আজ
হজ ফ্লাইট শুরু আজ
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
বালু তোলায় হুমকিতে ৫০ কোটি টাকার সেতু
বগুড়ার আড়িয়াঘাট সেতুবালু তোলায় হুমকিতে ৫০ কোটি টাকার সেতু
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক