রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০-২৩ বছর।
শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে কালশী ফ্লাইওভার ওপরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী ছিটকে নিচে পড়ে যায়। পরে পথচারীরা রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রাইভেটকারচালকসহ দুই জনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান মোল্লা বলেন, ‘ইসিবি থেকে ডিওএইচএসের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। এ সময় ডিওএইচএস থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থাকা দুইজনের মধ্যে একজন নিচে পড়ে যায়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করে চালক ও এক তরুণীসহ দুইজনকে আটক করা করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তদন্ত চলছে।’
নিহতের বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম।
এদিকে থানা সূত্রে জানা যায়, জব্দকৃত গাড়িটি (ঢাকা মেট্রো-গ ৪৫-৪৯৩৬) চালাচ্ছিলেন মো. আক্তার হোসেন রাজ (২৬) এবং পাশে ছিলেন সাবিহা (২৩) নামে এক তরুণী। তারা দুজনেই শিক্ষার্থী।