X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি, ৭ বেসামরিক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ১৫:৪৮আপডেট : ০৭ মে ২০২৫, ১৬:৪৮

পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণরেখাজুড়ে (লাইন অব কন্ট্রোল) গোলাগুলি করেছে দুই দেশের সেনাবাহিনী। পাকিস্তানের গুলি ও বোমাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত সাত জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

পাকিস্তানে ভারতের বিমান হামলার পর উভয় দেশের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর তীব্র গোলাগুলি করেছে। ভারত দাবি করছে, নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাদের গোলাগুলি ও শেল বর্ষণে অন্তত সাত জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।

সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ। লাল রঙের গুঁড়ো সিঁথিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন। সম্ভবত এই ঘটনা এবং সনাতন দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে।

ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে।

এদিকে, পাকিস্তানের দাবি তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে।

প্রাথমিকভাবে, ভারতের হামলায় আট জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল পাকিস্তান। তবে বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন বলে তাদের কাছে সর্বশেষ তথ্য এসেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানান, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের দিক থেকে এই দাবির পক্ষে বা বিপক্ষে বক্তব্য পাওয়া যায়নি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চার সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তিনটি যুদ্ধবিমান রাতে বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয় এবং তিন জন পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা