পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে অফিস-আদালত। দেশের বিভিন্ন অঞ্চলের নৌপথের যাত্রীরা কর্মস্থলে যোগ দিতে লঞ্চযোগে ঢাকা ফিরছেন। ফলে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট নৌ-টার্মিনালে চাপ বেড়েছে ফিরতি মানুষের।
শনিবার (৫ এপ্রিল) সদরঘাট টার্মিনাল ও পন্টুন এলাকা ঘুরে দেখা যায়, একের পর এক লঞ্চ ভিড়ছে ঘাটে। বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা এসব লঞ্চের বেশিরভাগ কানায় কানায় পূর্ণ যাত্রীতে। ফলে টার্মিনালে মানুষের ভিড় চোখে পড়ার মতো। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে যাত্রীদের। সদরঘাট থেকে গুলিস্তান সড়কেও যানজট দেখা গেছে।
লঞ্চ সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ফিরতি যাত্রীর চাপ না থাকলেও আজ শনিবার (৫ এপ্রিল) যাত্রীর চাপ বেশি। মূলত ঈদের ছুটি শেষ হওয়ায় যাত্রীর চাপ তৈরি হয়েছে। ঘাটে যাত্রীদের নামিয়ে দিয়ে খালি অবস্থায় ফিরে যেতে দেখা গেছে বেশিভাগ লঞ্চকে।
সুন্দরবন-১০ লঞ্চের স্টাফ ওসমান বলেন, ‘এখন লঞ্চে আর ভিড় হয় না আগের মতো। তবে গত কয়েকদিনের তুলনায় আজ একটু ভিড় বেশি। সব যাত্রীই ফেরত আসছে। তবে আমাদের খালি ছেড়ে যেতে হচ্ছে।’
বরিশাল থেকে ঘাটে আসা যাত্রী টিপু সুলতান বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকা ফিরলাম। আমার কাছে লঞ্চের যাতায়াত সহজ লাগে। তাই সড়কপথে যোগাযোগ শুরু হলেও লঞ্চ যোগেই যাতায়াত করি।’
বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, শনিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ১১৬টি লঞ্চ বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। আর ঢাকা ছেড়ে গেছে ৭৩টি লঞ্চ।
বিআইডব্লিটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, ‘আজ ভোর থেকেই ফিরতি যাত্রীর চাপ বেশি। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা, যাতায়াত স্বস্তিদায়ক করতে আমরা সচেষ্ট রয়েছি।’