X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

দূষণবিরোধী অভিযানে ৬৩৯ ইটভাটা বন্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ এপ্রিল ২০২৫, ০০:৫৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০০:৫৫

সারা দেশে পরিবেশ দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত ২ জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৭৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৩৪টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ অধিদফতর।

এতে জানানো হয়, অভিযানকালে ১ হাজার ৬২৬টি মামলা এবং ২৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অবৈধ ইটভাটার মধ্যে অনেকগুলোর চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। ২০৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠান থেকে সাত ট্রাক সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।

এছাড়াও গত ৩ নভেম্বর থেকে ৮ এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে ৩৬৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদফতর। এতে ৬৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় ও ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ১২টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়।

অপরদিকে, মঙ্গলবার (৮ এপ্রিল) বরগুনা, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর ও লক্ষ্মীপুরে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অধিদফতরটি। এই অভিযানে ১৪টি মামলায় ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিন সুপ্রিম কোর্ট এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৬টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়। শান্তিনগর ও শরীয়তপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ১টি মামলায় ১ হাজার  টাকা জরিমানা আদায় ও ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। 

অন্যদিকে, আজ (মঙ্গলবার) পুরানা পল্টনে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ধানমন্ডিতে শব্দ দূষণের বিরুদ্ধে ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতর পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানপ্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক
সর্বশেষ খবর
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
গাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ