X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২
মার্চ ফর গাজা

রাজধানীতে যান চলাচল বন্ধ, হেঁটে গন্তব্যে গেলেও অভিযোগ নেই যাত্রীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৬:০৮আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৬:০৮

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে গণজামায়াত শুরু হয়েছে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর ২টার পর রাজধানীর কিছু পয়ন্টে মানুষের ঢল নামে। এতে করে চারিদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় যান চলাচল বন্ধ থাকলেও এটিকে ভোগান্তি হিসেবে দেখছেন না যাত্রীরা। হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখে গেছে অনেককে।

শনিবার দুপুর ২টার পর থেকে সরেজমিন দেখা গেছে, ফার্মগেট, কাওরান বাজার, সোনারগাঁও মোড়, বাংলামোটর, শাহবাগ, কাঁটাবন, মৎস ভবন মোড় এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসব পয়েন্ট বন্ধ থাকায় গাড়ির চাপ বেড়েছে আশেপাশের অলিগলিতে।

দুপুটার ২টার পর ফার্মগেট থেকে শাহবাগমুখী মানুষের চাপ বাড়লে সোনারগাঁও মোড় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ পথে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে মোড় ঘুরে উল্টো পথে চলে যেতে দেখা গেছে। এতে যানবাহনের চাপ বাড়ে আশেপাশের রাস্তায়। এদিকে গ্রিন রোড, পান্থপথ, বসন্ধুরা সিটি শপিং মলের সামনে রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হতে দেখা গেছে। এই যানজট রাত অব্দি থাকবে বলে ধারণা করছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

গাড়ি চলাচল বন্ধ

মোহাম্মদপুর থেকে বাংলামোটরে আসা এক যাত্রী মোখলেছুর রহমান বলেন, ‘খামারবাড়ি ঢুকে গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটেই আসছি। তবে কোনও অভিযোগ নেই। সাময়িক অসুবিধা হলেও এটাকে অসুবিধা মনে করছি। ফার্মগেট থেকে মিছিলের সঙ্গে হেঁটেই বাকি পথ চলে এসেছি। আজ আমাদের দেশের মানুষের জুলুমের বিরুদ্ধেই রাস্তায় নেমেছে। আমরাও শরিক হতে পেরে নিজেকে ভাগ্যমান মনে করছি।’

কাওরান বাজার মোড়ে বিআরটিসি বাসের এক সহকারী দেলোয়ার হোসেন বলেন, ‘ফার্মগেট থেকে ধীরে ধীরে ফাঁকফোকর দিয়ে এসেছি। সোনারগাঁও ঢুকতেই আর সামনে যাওয়ার সুযোগ নেই। তাই গাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ

সোনারগাঁও সিগন্যালের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর ১২টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে মানুষজন। ২টার পর সড়কে মানুষের ঢল নামে। এরপর যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আমরা সুযোগ পেলেই গাড়ি ছাড়ার চেষ্টা করছি। রাস্তায় লোকজনের ফাঁকে ফাঁকে প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করছে।’

এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহবাগকেন্দ্রীক চারপাশে যানবাহনের প্রচুর চাপ সৃষ্টি হয়েছে। বাংলামোটর থেকে সড়ক পুরোপুরি বন্ধ। আশেপাশে বেড়েছে গাড়ির চাপ। এ চাপ রাত ৮টা পর্যন্ত থাকবে বলে আমরা ধারণা করছি। এদিকে আবার কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা চলছে কিছু কেন্দ্রে। তাদের হয়তো চলাচলে বিঘ্ন ঘটতে পারে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট