X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপারকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ২১:১২আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২১:১৩

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশকে গুলির নির্দেশ দেওয়া নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়াকে গুলি করে হত্যা এবং বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে মিছিল করতে গেলে ফের গুলি করে আরেকজনকে হত্যার অভিযোগ রয়েছে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত ২২ মামলায় ১৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে গ্রেফতার মাত্র ৫৪ জন। যার অধিকাংশই পুলিশের সদস্য।

তিনি আরও বলেন, তদন্ত রিপোর্টে উঠে আসবে বিভিন্ন পেশার আসামিদের চিত্র। শেখ হাসিনার মামলাসহ ৫ মামলার আনুষ্ঠানিক অভিযোগ খুব শিগগিরই দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার পাশের জেলা নরসিংদীতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। লাশ নিয়ে মিছিল করতে গলে আবারও ছোড়া হয় গুলি। তখন আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে শুধু এ জেলায় নিহত প্রায় ২০ জন। আহত হয় হাজারের বেশি।

প্রসিকিউশন জানায়, পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। নরসিংদীর গণহত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

/বিআই/এমএস/
সম্পর্কিত
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন 
আ.লীগের বিচারে ট্রাইব্যুনাল-২ গঠিত হচ্ছে: মাহফুজ
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান