X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপারকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ২১:১২আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২১:১৩

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশকে গুলির নির্দেশ দেওয়া নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়াকে গুলি করে হত্যা এবং বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে মিছিল করতে গেলে ফের গুলি করে আরেকজনকে হত্যার অভিযোগ রয়েছে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত ২২ মামলায় ১৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে গ্রেফতার মাত্র ৫৪ জন। যার অধিকাংশই পুলিশের সদস্য।

তিনি আরও বলেন, তদন্ত রিপোর্টে উঠে আসবে বিভিন্ন পেশার আসামিদের চিত্র। শেখ হাসিনার মামলাসহ ৫ মামলার আনুষ্ঠানিক অভিযোগ খুব শিগগিরই দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার পাশের জেলা নরসিংদীতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। লাশ নিয়ে মিছিল করতে গলে আবারও ছোড়া হয় গুলি। তখন আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে শুধু এ জেলায় নিহত প্রায় ২০ জন। আহত হয় হাজারের বেশি।

প্রসিকিউশন জানায়, পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। নরসিংদীর গণহত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

/বিআই/এমএস/
সম্পর্কিত
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
আবু সাঈদ হত্যা মামলাঅভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
ছাত্রদল নেতা জনি হত্যা: সাবের হোসেনসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক