X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শেকড় পাবনা ফাউন্ডেশনের রূপকল্পে গতি: বাস্তবায়নের পথে একাধিক উন্নয়ন প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ এপ্রিল ২০২৫, ২০:৫৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৫৮

পাবনার উন্নয়নে ঘোষিত ১৬ দফা রূপকল্পের বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি দফতরের কার্যক্রমে। ঢাকার ঐতিহাসিক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত বছর ৯ নভেম্বর আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ এ রূপকল্প ঘোষণা করা হয়। এতে জেলার অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ও সংযোগ ব্যবস্থার আধুনিকায়নের সুস্পষ্ট নির্দেশনা তুলে ধরা হয়।

রূপকল্প ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছে ফাউন্ডেশনটি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত রূপকল্প অনুযায়ী চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলেছে।

১। ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু প্রকল্প: রেলপথ মন্ত্রণালয় ঢাকা-পাবনা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর কার্যক্রম গ্রহণ করেছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি রেল সংযোগ স্থাপিত হবে, যা যাত্রী ও মালবাহী পরিবহনে সময় ও খরচ কমাবে। আগামী মে মাসের মধ্যেই এ ট্রেন সার্ভিস চালুর সম্ভাবনা রয়েছে।

২। পাবনা শহর অভ্যন্তরীণ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প: সড়ক ও জনপথ বিভাগ পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরের আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এটি শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩। খয়ের চরে ফেরিঘাট স্থানান্তর ও নতুন সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প: খয়ের চরে ফেরিঘাট স্থানান্তরের পাশাপাশি নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঢাকার সঙ্গে পাবনার সরাসরি ও সহজ যোগাযোগ স্থাপনে সহায়ক হবে।

৪। ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু প্রকল্প: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাই করছে। প্রক্রিয়ার অগ্রগতি সাপেক্ষে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, ২০২৪ সালের ৯ নভেম্বর আমরা যে ১৬ দফা রূপকল্প ঘোষণা করেছিলাম, তার মধ্যে রয়েছে পাবনার গণমানুষের চাহিদার প্রতিফলন। বর্তমানে আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি, সংশ্লিষ্ট দফতরগুলো এরমধ্যে সেই রূপকল্প বাস্তবায়নে উদ্যোগী হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, চারটি প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি হচ্ছে। এসব উদ্যোগে যারা সহযোগিতা করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান রাব্বুল আ’লামিন যেন তাদের সুস্থ রাখেন ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।

এ বিষয়ে শেকড় পাবনা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ডা. প্রফেসর ওমর আলী বলেন, এই রূপকল্প বাস্তবায়ন হলে পাবনার চেহারা বদলে যাবে। এর সুফল পাবেন জেলার প্রতিটি মানুষ।

সাবেক সংসদ সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আজম সুজার সহধর্মিণী ও শেকড় পাবনা ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নিশাত আরা আজম বলেন, পাবনার দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা এই রূপকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়ার এই অগ্রগতি নিঃসন্দেহে আশাজাগানিয়া।

পাবনার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে শেকড় পাবনা ফাউন্ডেশনের এই রূপকল্প অগ্রণী ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক