X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ১০:৩৩আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৯

ছয় দফা দাবিতে রবিবার (২০ এপ্রিল) সারা দেশে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ সমাবেশ হবে।

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষের প্রতি আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে আমাদের ছয় দফা দাবি মেনে নিন। আমরা আলোচনায় আগ্রহী, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। কুমিল্লার ভাইদের ওপর হামলার বিচার ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান বলেন, এই সরকার জনগণের সরকার, শিক্ষার্থীদের সরকার। আমরা চাই, সরকার দ্রুত কারিগরি শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে দক্ষ জনশক্তি গঠনের পথ প্রশস্ত করুক। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) ছয় দফা দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে ঢাকায় গণমিছিল করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে মশাল মিছিল এবং বুধবার সকাল থেকে সাত রাস্তা, মোহাম্মদপুর, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের কর্মসূচি চলবে।

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে– অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইসলামী আন্দোলন: মহাসচিব
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
সর্বশেষ খবর
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক
রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু