X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ২০:১৬আপডেট : ০৭ মে ২০২৫, ২০:১৬

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যত বেশি পরস্পর আদান-প্রদান করা যাবে, ইনোভেশন তত বেশি সফল হবে। তিনি বলেন, ইনোভেশনের সুফল পেতে হলে ইনোভেশন গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বুধবার (৭ মে) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিং ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণিসম্পদের প্রতি সচেতন করা গেলে দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য ইনোভেটিভ আইডিয়া মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করতে হবে। তিনি সব দফতর ও সংস্থাকে আগামীতে আরও বেশি সংখ্যক ইনোভেটিভ আইডিয়া প্রদান করার জন্য আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, পান্তা ভাতকে পচন থেকে সহজে রোধ করার জন্য পানি দিয়ে ভাত সংরক্ষণ করার আইডিয়া প্রথম নারীদের মাথা থেকেই আসে। এছাড়া লেবু পাতার মাধ্যমে পঁচা মাছ যে খাওয়ার উপযোগী করা যায়, সেই আইডিয়াও প্রথম নারীদের মাথা থেকেই আসে। তাই ইনোভেশন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ষষ্ঠ ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব  তোফাজ্জেল হোসেন।

তিনি বলেন, মন্ত্রণালয় ও দফতর সংস্থার দক্ষ জনবলকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার ইমাম উদ্দীন কবীর। অনুষ্ঠানে এটুআই এর প্রকল্প পরিচালক রশিদুল মান্নাফ কবীরসহ দপ্তর ও সংস্থার প্রধানগণসহ ইনভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দফতর সংস্থা মোট ৩০টি ইনভেশন নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের ১১টি, মৎস্য অধিদফতরের ১০টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৩টি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২টি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ২টি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের ১টি এবং মেরিন ফিশারি অ্যাকাডেমির ১টি ইনোভেশন রয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা হয়েছে: জ্বালানি উপদেষ্টা
ভারত থেকে এভাবে ‘পুশ ইন’ ঠিক নয় : খলিলুর রহমান
‘ভারত সীমান্তে বাড়তি কোনও ব্যবস্থা নেবে না বাংলাদেশ’
সর্বশেষ খবর
তুরাগে স্ত্রী দগ্ধ, গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
তুরাগে স্ত্রী দগ্ধ, গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
১০ কিলোমিটার তাড়া করে কাভার্ডভ্যান ধরলো বন বিভাগ
১০ কিলোমিটার তাড়া করে কাভার্ডভ্যান ধরলো বন বিভাগ
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে