X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

মানবপাচার চোরাচালান দমনে তৎপর কোস্ট গার্ড ঢাকা জোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মে ২০২৫, ১৭:০৬আপডেট : ০৮ মে ২০২৫, ১৭:০৬

নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন। বৃহস্পতিবার (৮ মে) আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা অঞ্চলের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ড ঢাকা জোন দুটি জাহাজ এবং উচ্চগতি সম্পন্ন ২৩টি বোটের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, পাটুরিয়া, দৌলতদিয়া ও চাঁদপুর অঞ্চলে টহল, জরুরি পরিস্থিতি মোকাবিলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনসহ নৌপথে নিয়মিত পেট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে আসছে। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে গত চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) এই জোনের তত্ত্বাবধানে ২৬টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গোলা, ২৫ পিস ইয়াবা, ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১২ জন কিশোর গ্যাং সদস্য, ৪ জন চাঁদাবাজ, ৩ জন ছিনতাইকারী এবং একজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

দুর্গম চরাঞ্চলের চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র ১ হাজার ৬৪৭ জন অধিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং তৎসংলগ্ন এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে ১০ মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংস্থাটির কমান্ডার ইমতিয়াজ আরও বলেন, নৌপথে চলাচলকারী যাত্রী ও নৌযানের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দিনরাত টহল এবং তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও নৌপথে আকস্মিক দুর্ঘটনায় সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনের জন্য এই জোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা ও বিসিজি স্টেশন চাঁদপুরে সার্বক্ষণিক ডুবুরি দল প্রস্তুত থাকে।

যে কোনপও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে এই জোনের আওতাধীন নৌরুটের চেকপয়েন্টে নজরদারি অব্যাহত রাখা হচ্ছে। দেশের জনগণের প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন যেকোনও পরিস্থিতিতে সাড়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজর রাখছে বাংলাদেশ কোস্ট গার্ড।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের
জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল ম্যাচ স্থানান্তর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল ম্যাচ স্থানান্তর
শতাধিক বিনিয়োগকারী নিয়ে ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী
শতাধিক বিনিয়োগকারী নিয়ে ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস