রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৪১ জনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে বিভিন্ন মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ১১৮ জন। এছাড়া অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ১ হাজার ১২৩ জন।
শনিবার (১০ মে) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, নিয়মিত অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন থানা ও ইউনিট পর্যায়ে ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হচ্ছে।
শনিবার (১০ মে) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, নিয়মিত অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন থানা ও ইউনিট পর্যায়ে ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হচ্ছে।