X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দিনভর শ্রম ভবনে ঢুকতে পারেননি কর্মকর্তারা, দাবি আদায়ে অনড় শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ২১:৩৫আপডেট : ১৯ মে ২০২৫, ২১:৫৮

দিনভর চেষ্টা করেও শ্রম ভবনে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারী শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন।

শ্রম ভবনের প্রধান ফটকের সামনে শ্রমিকদের অবস্থানের মধ্যেই সোমবার (১৯ মে) দুপুরে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান দুটি পোশাক কারখানা স্টাইলক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি’র শ্রমিক নেতারা। স্মারকলিপি দিতে যাওয়া শ্রমিক প্রতিনিধিদের একজন রাজু আহমেদ বলেন, তারা তাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।

দিনভর শ্রম ভবনে ঢুকতে পারেননি কর্মকর্তারা, দাবি আদায়ে অনড় শ্রমিকরা শ্রমিক প্রতিনিধিদের মধ্যে সেখানে যান গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক কে এম মিন্টু ও স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিক সংগঠক রাজু আহমেদ ও সালমা আক্তার।

অপরদিকে টিএনজেড-এর শ্রমিকরা শ্রম ভবন অবরুদ্ধ না করলেও আশপাশের সড়কে অবস্থানে রয়েছেন। তাদের নেতা শহিদুল ইসলাম রাত ৯টায় জানান, কয়েক মাস ধরেই তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মুখে রমজানের ঈদের আগের দিন তাদের পাওনা ১৭ কোটির স্থলে তিন কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব। কিন্তু পরে দেওয়া হয় দুই কোটি ৬৭ লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায় না করে ঘরে ফিরে যাবেন না। রাতেও তাদের কারখানার শ্রমিকরা সেখানে থাকবেন বলে জানান।

দিনভর শ্রম ভবনে ঢুকতে পারেননি কর্মকর্তারা, দাবি আদায়ে অনড় শ্রমিকরা তারা জানিয়েছেন, দাবি মানতে সরকার ও মালিকপক্ষকে বাধ্য না করা পর্যন্ত রাজপথে থাকবেন।

এর আগে, সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে প্রধান ফটক রুদ্ধ করে সন্ধ্যা পর্যন্ত কোনও কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি স্টাইল ক্রাফট ও ইয়াংওয়ান্স বিডি’র পোশাক শ্রমিকরা। তারা সকাল থেকেই সেখানে নিজস্ব ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন।

এই দুটি কারখানার শ্রমিক আন্দোলনে নেতৃত্বদানকারী আমির হোসেন বলেন, মালিকপক্ষ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও সেটি রাখেনি। তাই তারা বাধ্য হয়েই এক সপ্তাহ যাবৎ শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। চূড়ান্ত আশ্বাস পাওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না।

/এমকে/এমএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা
সীমা লঙ্ঘনের ঘটনা ভিন্নভাবে দেখা হবে: এনবিআর চেয়ারম্যান
শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
কেনিয়ায় গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে পুলিশের গুলি
কেনিয়ায় গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে পুলিশের গুলি
জরুরি আইন রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত দলগুলো: আলী রীয়াজ
জরুরি আইন রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত দলগুলো: আলী রীয়াজ
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ