প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, জুলাইযোদ্ধা যারা বিষপান করেছেন বলা হচ্ছে– ওনারা আদৌ বিষপান করেছেন কিনা, এটা নিয়ে খোঁজ চলছে। সরকারের পক্ষ থেকে এটি তদন্ত করে দেখা হচ্ছে যে ওনারা যেটা পান করেছেন, সেটি আসলেই বিষ কিনা।
মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে জুলাইযোদ্ধাদের বিষপান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আজাদ মজুমদার বলেন, ‘আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলে এক ধরনের হতাশা কাজ করে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে—তাদের মানসিকভাবে যতটা সাপোর্ট দেওয়ার। এরপরও কারও মধ্যে যদি কোনও ধরনের হতাশা থাকে, আমরা মনে করি যে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন—তারা এ বিষয়ে আরও যত্নবান হবেন। তাদের যত বেশি সম্ভব মানসিকভাবে সমর্থন জুগিয়ে যাবেন।’
প্রসঙ্গত, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গত রবিবার আহত চার জন জুলাইযোদ্ধা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়। পরবর্তীকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের আশঙ্কামুক্ত জানান এবং ভর্তি রেখে তাদের পর্যবেক্ষণ করা হয়।