X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:১৮

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি মারা গেছেন। তার নাম নাদিম হোসেন (৩২)। সোমবার (১ নভেম্বর) দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের বড় ভাই নাজমুল হোসেন জানান, এনআরবিসি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন নাদিম।

তিনি বলেন, গত শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুলিস্তান স্টেডিয়াম এলাকা থেকে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হন নাদিম। পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসে আহত হওয়ার পর সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম শহিদ জানান, গুলিস্তান স্টেডিয়াম এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনও যানবাহনের ধাক্কায় নাদিম আহত হলে পরে সেখান থেকে উদ্ধার করে স্বজনরা ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

এসআই  আরও বলেন, ‘পরিবারের কোনও অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে মৃতদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।’

নাদিম শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ সিদ্ধা গ্রামের মরহুম মিল্লাত হোসেনের ছেলে। তিনি মাদারটেক এলাকায় থাকতেন।

 

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
সর্বশেষ খবর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’