X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে লিফলেট বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ২১:০৭আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২১:০৭

রাজধানীর লালমাটিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাইতুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান নাহিদের বিরুদ্ধে মামলা হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১১ বছরের শিশু লালমাটিয়া এলাকায় বাইতুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসায় পড়াশোনা করতো। একই মাদ্রাসার অভিযুক্ত নাহিদ শিক্ষকতা করতেন। তিনি দীর্ঘদিন ধরে নানা কৌশলে ১১ বছর বয়সী ভুক্তভোগী শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। গত বছরের ২৪ জুন তাকে ধর্ষণ করেন মেহেদী হাসান। এরপর ভুক্তভোগীর শিশুটির বাবা আবদুল্লাহ বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘ এক বছর ধরে ভুক্তভোগী শিশু ছেলের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছিলো। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, কিছুদিন ধরে ছেলে মাদ্রাসায় যেতে না চাইলে সন্দেহ হয় পরিবারের। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, শিক্ষক নাহিদ তাকে বড় হুজুরের রুমের চাবি আনার কথা বলে নিচতলায় নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের সময় তার মুখে কসটেপ পেঁচিয়ে ও কাপড় গুঁজে দেওয়া হতো, যাতে সে চিৎকার করতে না পারে। ভয়ে এতদিন কিছু না বললেও, একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার পায়ু পথ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে তার মা একান্তে কথা বলার সময় শিশুটি সব বলে।

এলাকাবাসীর বিতরণ করা লিফলেট

নির্যাতনের পর শিক্ষক নাহিদ প্রাণনাশের হুমকি দিতেন, যাতে বিষয়টি কাউকে না বলে। বিষয়টি জানার পর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শিশুটির বাবা আবদুল্লাহ বলেন, মামলা দায়েরের আগে ও পরে একাধিকবার অভিযুক্ত নাহিদের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। এত বড় অপরাধের পরেও অভিযুক্তের পরিবার তাকে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। তারা তার ঠিকানা জানলেও পুলিশকে সহযোগিতা করছে না। এটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যায়বিচারের পথে বড় বাধা। আমি তাদের এই আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছি এবং দ্রুত দোষীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে অভিযুক্ত শিক্ষক নাহিদকে আইনের আওতায় আনতে লালমাটিয়া এলাকায় ব্যানার ও লিফলেট বিতরণ করেন এলাকাবাসী। গত শুক্রবার (৭ মার্চ) জুম্মার নামাজের পরে লালমাটিয়ার বিভিন্ন মসজিদে এই লিফলেট বিতরণ করেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, মামলার করার পরও অভিযুক্ত নাহিদকে গ্রেফতার করছে না পুলিশ। এব্যাপারে মোহাম্মদপুর থানা পুলিশ নিরব ভূমিকা পালক করছেন। এতে করে অভিযুক্তের পক্ষে পুলিশের সহযোগীতা রয়েছে বলেও দাবি করেন এলাকাবাসী।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আমরা অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক নাহিদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে। তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় কাগজপত্র পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার
আপাতত আর কোনও প্লট বরাদ্দ দেবে না রাজউক: চেয়ারম্যান রিয়াজুল
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি
সর্বশেষ খবর
আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার
আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার
কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ময়নুল হকের ১০০ একর জমি জব্দের আদেশ
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ময়নুল হকের ১০০ একর জমি জব্দের আদেশ
নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু
নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’