X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভোটকেন্দ্রে অন্য আতিক

শেখ জাহাঙ্গীর আলম
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২২

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বরাবরই সব বয়সী ভোটারদের আকৃষ্ট করতে নানা কৌশল নিয়েছেন। প্রচারের সময় কখনও চা বানিয়ে খাইয়েছেন, তরুণদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। আবার কখনও টেবিল চাপড়ে গান গেয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন সকাল থেকেই আরেকটু অন্যরকম আতিককে দেখতে পাচ্ছেন ভোটাররা। এদিনে সকাল থেকেই ঢাকা উত্তরের একপ্রান্ত থেকে ও অন্যপ্রাস্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। কেন্দ্রে কেন্দ্রে গিয়ে খোঁজ নিচ্ছেন কারোর কোনও অসুবিধা হচ্ছে কিনা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন।

সকাল ৮টায় উত্তরা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোটটি দিয়েই আতিক ছুটে যান অন্য কেন্দ্রে। হাবিবুল্লাহ কেন্দ্রে তিনি পৌঁছানোর আগেই হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি বলেন, ‘জেতার পরে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সুন্দর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করার অনুরোধ জানান।

মিরপুরের বাসিন্দা রায়হানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন হবু মেয়র কেন্দ্রে এসে আমার কাছে জানতে চাইছেন কোনও অসুবিধা হচ্ছে কিনা। এই সংস্কৃতি তো আমাদের দেশে নেই। নেতারা দূরে দূরে থাকেন। জনগণকে তো তারা চেনেই না।’

কেন্দ্রে ভোটার কম দেখে তিনি অন্যকিছু না বলে ভোটার কম এসেছে স্বীকার করে নিয়ে দ্রুত সবাইকে কেন্দ্রে আসার আহ্বান জানান। এই বিষয়টিও সচরাচর দেখা যায় না বলে অনেক ভোটারকে বলতে শোনা গেছে।

৩ নম্বর ওয়ার্ডের মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনিস্টিউটের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আতিকুল বলেন, ‘অনেক কেন্দ্র পরিদর্শন করলাম। অনেকে কেন্দ্রে ভোটারের লাইন আছে। আবার অনেক কেন্দ্রে লাইন নেই। তবে মানুষ ভোটকেন্দ্রে আসছে ভোটাধিকার প্রয়োগ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  ভোটারও কেন্দ্রে আসছে।’

এর আগে বাংলা স্কুলে গিয়ে তিনি বলেন, ‘এরপরও আমি সবাইকে অনুরোধ করছি, ভোটকেন্দ্রে এসে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন।’

কুর্মিটোলা হাই স্কুল, খিলক্ষেত, সরকারি বঙ্গবন্ধু কলেজ, মিরপুর-১২, মিরপুর বাংলা স্কুলের বালক ও বালিকা শাখা,মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর আদর্শ স্কুল, সরকারি গ্রাফিক্স আর্ট কলেজ, রাজধানী উচ্চ বিদ্যালয়সহ বেশকিছু কেন্দ্র পরিদর্শন শেষে বনানী এলাকার দিকে যান আতিক।

আরও পড়ুন- 

 



ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

 

১৪টি অভিযোগ পেয়েছি: উত্তরের রিটার্নিং কর্মকর্তা

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

‘নৌকার কোনও ব্যাক গিয়ার নেই’

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক