X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘দুর্যোগ মোকাবিলায় নিজেদেরই ব্যবস্থা নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৯:৫৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২০:১৮

‘সারা দুনিয়ায় জলবায়ু সংকটের বিষয়ে মানুষ উদ্বিগ্ন হলেও কোনও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। আর এশিয়া অঞ্চলের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশ হলো বাংলাদেশ। তাই প্রকৃতির সুরক্ষা ও দুর্যোগ মোকাবিলার জন্য নিজেদের পায়ে দাঁড়িয়েই আমাদের ব্যবস্থা নিতে হবে’– বলছিলেন এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) এবং ডিসিএইচ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান। বৃৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ মিলনায়তনে ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা (ডিআরএম) এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। এর আয়োজন করে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এ-প্যাড।

বাংলাদেশে নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত আইটিও নওকি মনে করেন, প্রাকৃতিক দুর্যোগ প্রবণতা ও ভৌগলিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে অনেক মিল রয়েছে। তিনি জানান, এ-প্যাড ও সিআইএস-এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চিকিৎসা সহায়তা দিয়ে আসছে জাপান। তার আশ্বাস, আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে।

সিম্পোজিয়ামের উদ্বোধনী সেশনে স্বাগত ভাষণে ডিসিএইচ ট্রাস্টের সমন্বয়ক প্রফেসর মাহমুদুর রহমান বলেন, ‘কয়েক বছর ধরে দুনিয়াজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ আকারে বেড়ে গেছে। আমাদের ফুসফুসের মতো বনাঞ্চল বিনাশ, অতিমাত্রায় জৈব জ্বালানির ব্যবহার ইত্যাদি কারণে প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এ-প্যাডের প্রধান নির্বাহী কেনসুক ওনিশে ভার্চুয়ালি আলোচনায় অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণকারী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী রেজা ২০৩০ সালের মধ্যে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির কথা উল্লেখ করেন।

সিম্পোজিয়ামের এই সেশনের আলোচনায় আরও অংশগ্রহণ করেন ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক সারিয়া তাসমীন, অধ্যাপক আবদুল কাদের খান, ডেপুটি পুলিশ কমিশনার সাইদুল ইসলাম।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
বিশ্ব ধরিত্রী রক্ষা দিবস আজনানা উদ্যোগ সত্ত্বেও বেড়েই চলেছে তাপমাত্রা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
সর্বশেষ খবর
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা