X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেঘলা আকাশ আর বায়ুদূষণে ঢেকে আছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৬

মেঘলা আকাশ আর বায়ুদূষণের প্রভাবে আজ  রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোর থেকেই কুয়াশায় ঢাকা ছিল রাজধানীর আকাশ। একই সময় বায়ুদূষণের শীর্ষ অবস্থানেও ছিল ঢাকা। দুপুর দুইটার সময়েও ঢাকার অবস্থান একই  আছে। এদিকে দেশের উত্তরাঞ্চল ছাড়া কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার অবস্থান ছিল প্রথম, দুপুর ২টা পর্যন্ত টানা প্রথম অবস্থান ধরে রেখেছে ঢাকা। দুপুর ২টায় বায়ুদূষণের মাত্রা ছিল ১৯৪, যা মাত্রা বিবেচনায় অস্বাস্থ্যকর করা হয়। এদিকে দুপুরে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের মুম্বাই, মাত্রা ১৮৩, আর তৃতীয় অবস্থানে আছে পোল্যান্ডের ক্রাকো শহর, যার মাত্রা ১৭৭।

স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘সরকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কিছু উদ্যোগ নিয়েছে। হাইকোর্ট এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সিটি করপোরেশনের কিছু এলাকায় পানি ছিটানো হচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। এই কারণে দূষণ আগের মতোই আছে। সরকার অভিযান চালিয়ে অনেক অবৈধ ইটভাটা বন্ধ করলেও, নির্মাণের দূষণ, শিল্পের দূষণ আর যানবাহনের দূষণ আগের মতোই আছে। সুতরাং, এসব নিয়ন্ত্রণে একটি সমন্বিত পরিকল্পনা করতে হবে।’

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা যায়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ বেগম বলেন, ‘আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দিনে তাপমাত্রা আপাতত বেশিই আছে, রাতে কিছুটা কমে যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘কুয়াশা এবং আকাশ কিছুটা মেঘলা থাকায় দেশে আবহাওয়া এমন হয়ে আছে।’ ঢাকায় আজ আর সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি জানান।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!