X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জলবায়ু নিয়ে গণমাধ্যম ইনস্টিটিউটে সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ২১:০৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২১:০৬

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘জলবায়ু অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনার সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন সিইজিআইএস’র নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, এনএনআরসির সিইও এএইচএম বজলুর রহমান, বাংলাদেশস্থ সুইডেন দূতাবাসের প্রথম সচিব নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম প্রমুখ। 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু প্রভাবের ফলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এক্ষেত্রে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় নারীরা সুপেয় পানির অভাবে পিরিয়ড বন্ধ রাখার জন্য ওষুধ খাওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন। জলবায়ু বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিভিন্ন প্রশিক্ষণসূচিতে এ বিষয়ে সেশন রাখা হচ্ছে বলে সবাইকে অবহিত করেন।

প্রধান আলোচক মালিক ফিদা এ খান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণে এগিয়ে আছে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে ২০৫০ সাল নাগাদ জলবায়ুবান্ধব সমাজ গঠনের জন্য গণমাধ্যমকর্মীদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান প্রণয়নে বিশ্বের ৪২টি দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম ৫টির মধ্যে বিবেচিত করা হয়েছে।

মুক্ত আলোচনায় সুইডিস দূতাবাসের প্রথম সচিব নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ইস্যু নিয়ে সার্বিক তথ্য প্রকাশের জন্য গণমাধ্যম ও জলবায়ু বিশেষজ্ঞদের যৌথভাবে কাজ করার অনুরোধ করেন। এক্ষেত্রে, বৈজ্ঞানিক ও স্থানীয় জ্ঞানের সমন্বয় করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন অংশীজনদের মধ্যে অংশীদারীত্ব বিনির্মাণের জন্য গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে এই সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ প্রদান করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, অতিরিক্ত মহাপরিচালক সূফী জাকির হোসেন, পরিচালক এ কে এম আজিজুল হক, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, বিসিজেএফ এর সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সেমিনারে অংশ নেন। ইনস্টিটিউটের সহকারী পরিচালক নাফিস আহমেদ এবং সমন্বয়ক হিসেবে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান দায়িত্ব পালন করেন।

সেমিনারে জলবায়ু বিশেষজ্ঞ, জলবায়ুকর্মী এবং গণমাধ্যমকর্মীসহ মোট ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ভুল সংবাদ প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা: প্রেস উইং
ভুল ছবি প্রকাশের জন্য দুঃখ প্রকাশ
শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র, ব্যাখ্যা চাইলেন নুরুল কবির
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক