বায়ুদূষণ রোধে নেওয়া বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্পকে সফল প্রকল্পে পরিণত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘বায়ুদূষণ কমাতে শুধু প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না। জনস্বাস্থ্য বিবেচনায় প্রয়োজনে সরকারের অর্থায়নে বায়ুদূষণ রোধে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে বিইএসটি প্রকল্প বিষয়ে আয়োজিত এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জনগণের অর্থে নেওয়া প্রকল্পের টাকা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রকল্পের কাজ শেষ করতে হবে নির্ধারিত সময়ে নির্ধারিত বাজেটের মধ্যে। দেশের দূষণ রোধে প্রকল্পের গুনগত লক্ষ্য যাতে অর্জিত হয়, তা নিশ্চিত করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘এ প্রকল্পকে সফল করতে প্রকল্পের চারটি কম্পোনেন্ট বাস্তবায়নকারী পরিবেশ অধিদফতর, বাংলাদেশ ব্যাংক, বিআরটিএ এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।’
কর্মশালার সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, ‘দেশের পরিবেশের উন্নয়নে বিইএসটি প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। দেশের পরিবেশের মান উন্নয়নে এ প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে সবাইকে নিবেদিত হয়ে কাজ করতে হবে।’
বিইএসটি প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুর আলম প্রধান ‘পরিবেশগত শাসন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের কম্পোনেন্ট-১ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘পরিবেশ অধিদফতরের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে বিভাগীয়, জেলা কার্যালয়, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স নির্মাণ করা হবে। ’
কর্মশালায় আরও বক্তব্য রাখেন– অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন প্রমুখ।