X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুফতি আব্দুল হালীম বোখারীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৮:১৮আপডেট : ২১ জুন ২০২২, ১৮:১৮

চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া’র মহাপরিচালক মুফতি আব্দুল হালীম বোখারী মঙ্গলবার (২১ জুন) সকালে মারা গেছেন। রাত ১০টায় মাদ্রসায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আব্দুল হালীম বোখারীর মৃত্যুতে দেশের ইসলামি দল ও সংগঠনগুলাও গভীর শোক প্রকাশ করেছে।

আব্দুল হালীম বোখারী ১৯৪৫ সালে চট্টগ্রামের লোহাগাড়ায় জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা উজবেকিস্তানের বোখারার বাসিন্দা ছিলেন। আব্দুল হালীম বোখারী আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। একইসঙ্গে টাঙ্গাইল কাগমারী কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি। শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। হেফাজতে ইসলামের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি।

শোকবার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, তিনি দীর্ঘদিন ওলামায়ে কেরামের উল্লেখযোগ্য অংশের নেতৃত্ব দিয়েছেন।

বর্ষীয়ান এই আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, দীর্ঘ কর্মজীবনে নিজের মেধা, শ্রম, কর্মচিন্তা আর সৃষ্টিশীলতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর। সংগঠনের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম বলেন, ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মানুষকে দ্বীনের পথে আনতে অনেক মেহনত করে গেছেন আব্দুল আলীম বোখারী।

/সিএ/এফএ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
হজ প্যাকেজ ঘোষণা, কমলো খরচ
‘বিশ্বজয়ী’ ৮ হাফেজকে সংবর্ধনা দিলো ইফা
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’