X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এখন ‘#মি টু’কে এগিয়ে নেওয়ার সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৯:২৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৫:৩৫

‘#মি ঠু’ শীর্ষক সেশনে বক্তারা #মি টু (#metoo) ক্যাম্পেইনের একমাস পেরিয়ে গেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে কী ভাবছেন নারীরা? সমাজ কী বদলেছে এতটুকুও? পুরুষরা সচেতন হয়েছেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’-এর দ্বিতীয় দিনে দুপুর ২টায় এক সেশনে বসেছিলেন নারী সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদরা।
বাংলা একাডেমির লনে ‘#metoo’ শীর্ষক এ সেশনে উপস্থিত ছিলেন সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক বাচি কড়কড়িয়া; নারী অধিকারকর্মী অধ্যাপক সাবিনা ফাইজ রশিদ; একাত্তর টিভির প্রধান নির্বাহী সামিয়া জামান; শিক্ষাবিদ ও কবি সোফিয়া ওয়াকার। সেশনটি সঞ্চালনা করেন সাংবাদিক জ্যোতি মালহোত্রা।
১৯৯৭ সালে সমাজকর্মী টারানা বুর্কির কাছে মায়ের প্রেমিকের হাতে যৌন নির্যাতিত হয়েছিলেন এক কিশোরী। ওই কিশোরীকে বুর্কি বলতে চেয়েছিলেন ‘মি টু’ (আমিও)। সেসময় বুর্কি তা বলতে পারেননি। তবে শুরু করেছিলেন এক প্রচারণা। গত ১০ অক্টোবর নিউইয়র্ক টাইমসে চলচ্চিত্র প্রযোজক হারভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এর পাঁচ দিন পর অভিনয়শিল্পী এলিসা মিলানো সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু করেন #মিঠু (#metoo) প্রচারণা। দিন না কাটতেই ভাইরাল হয়ে পড়ে যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের প্রতিবাদের এ নতুন ভাষা।
‘নারীমাত্রই সন্তান জন্ম দেবেন, লালন-পালন করবেন, সংসার সামলাবেন- এ সামাজিক ধারণা ভেঙে দেওয়ার এখন সময় এসেছে।’ এমন মন্তব্য করেন সামিয়া জামান। সাবিনা ফাইজ বলেন, ‘এখনওতৃণমূল পর্যায় থেকে কোনও নারী আওয়াজ তুলতে চাইলে সে সামনে কংক্রিটের দেয়াল ছাড়া আর কিছুই দেখতে পায় না।’
সোফিয়া ইঙ্গিত করেন পুরুষদের দিকে। তার বক্তব্য, ‘নারীরা নিজেদের জন্য কী করছে, তা গুরুত্বপূর্ণ নয়। এখন দেখার সময় এসেছে পুরুষরা কি এগিয়ে আসছে?’ নারীদের মানুষ হিসেবে মূল্যায়ন না করার পেছনে বর্তমান পুরুষতান্ত্রিক সময়কে কারণ হিসেবে মনে করেন বক্তারা। অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বী হলেও এখনও নিজের ঘরে হয়রানি, এমনকি নির্যাতনের শিকার হওয়ার ঘটনাগুলোকেও তারা দুঃখজনক বলে অভিহিত করেন।
তবে নিজেদের ক্ষমতাহীন মনে করাই পুরুষদের আরও বেশি করে ক্ষমতাবান হিসেবে গড়ে তুলছে বলে মন্তব্য করেন এক দর্শক।
এই প্রচারণা নারীদের নতুন করে ভাবাতে শুরু করেছে বলে মনে করেন বাচি কড়কড়িয়া। তিনি বলেন, ‘তবে এখানেই থেমে থাকলে চলবে না। একে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন সময়ের দাবি।’

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা