X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

উপহার প্রতারণায় নাইজেরিয়ান নাগরিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২




উপহার প্রতারণায় নাইজেরিয়ান নাগরিক আটক কাস্টমস থেকে উপহার সামগ্রী ছাড় করানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ান এক নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ব্যক্তির নাম জশুয়া চুকউজিয়োক (৩২) ওরফে ডেভিড। বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) সকাল ১১টা ২৫ মিনিটে তাকে বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থানরত নাইজেরিয়ান এবং আফ্রিকান নাগরিকদের একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নারীদের সঙ্গে বার্তা আদান-প্রদানের মাধ্যমে সখ্যতা গড়ে তুলতো। এক পর্যায়ে প্রতারকরা নিজেদের যুক্তরাজ্যের নাগরিক পরিচয় দিয়ে টার্গেট করা নারীদের উপহার পাঠানোর কথা জানাতো। পরে উপহার ছাড় করাতে টাকা পাঠানোর অনুরোধ করতো। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল ওই চক্র।

এ ধরনের প্রতারণার শিকার এক নারী বিমানবন্দর আর্মড পুলিশকে বিষয়টি জানানোর পর সকালে ফাঁদ পেতে ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ওই নারী কাস্টমস থেকে উপহার ছাড় করানোর জন্য ৫০ হাজার টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠায়। আজ দ্বিতীয় কিস্তি নিতে আসলে বিমানবন্দরে হাতে নাতে আটক হয় নাইজেরিয়ান নাগরিক জশুয়া।

আটক জশুয়া বাংলাদেশ হাইকমিশন নাইরোবি থেকে ১৫ মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে ৬ নভেম্বর ২০১৯ তারিখে ঢাকায় আসে। সে বসুন্ধরাতে থাকে বলে জানায়, যদিও ইমিগ্রেশন থেকে জানা যায়, তার বাংলাদেশের ঠিকানা মিরপুরের পল্লবীতে। তাকে নিয়ে বসুন্ধরাতে অভিযান চালিয়ে প্রতারণা করে আদায় করা ৪৫ হাজার টাকা এবং প্রতারণায় ব্যবহৃত স্মার্টফোন জব্দ করা হয়।

আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে প্রতারিত নারী বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করছেন।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক