X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উপহার প্রতারণায় নাইজেরিয়ান নাগরিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২




উপহার প্রতারণায় নাইজেরিয়ান নাগরিক আটক কাস্টমস থেকে উপহার সামগ্রী ছাড় করানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ান এক নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ব্যক্তির নাম জশুয়া চুকউজিয়োক (৩২) ওরফে ডেভিড। বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) সকাল ১১টা ২৫ মিনিটে তাকে বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থানরত নাইজেরিয়ান এবং আফ্রিকান নাগরিকদের একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নারীদের সঙ্গে বার্তা আদান-প্রদানের মাধ্যমে সখ্যতা গড়ে তুলতো। এক পর্যায়ে প্রতারকরা নিজেদের যুক্তরাজ্যের নাগরিক পরিচয় দিয়ে টার্গেট করা নারীদের উপহার পাঠানোর কথা জানাতো। পরে উপহার ছাড় করাতে টাকা পাঠানোর অনুরোধ করতো। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল ওই চক্র।

এ ধরনের প্রতারণার শিকার এক নারী বিমানবন্দর আর্মড পুলিশকে বিষয়টি জানানোর পর সকালে ফাঁদ পেতে ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ওই নারী কাস্টমস থেকে উপহার ছাড় করানোর জন্য ৫০ হাজার টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠায়। আজ দ্বিতীয় কিস্তি নিতে আসলে বিমানবন্দরে হাতে নাতে আটক হয় নাইজেরিয়ান নাগরিক জশুয়া।

আটক জশুয়া বাংলাদেশ হাইকমিশন নাইরোবি থেকে ১৫ মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে ৬ নভেম্বর ২০১৯ তারিখে ঢাকায় আসে। সে বসুন্ধরাতে থাকে বলে জানায়, যদিও ইমিগ্রেশন থেকে জানা যায়, তার বাংলাদেশের ঠিকানা মিরপুরের পল্লবীতে। তাকে নিয়ে বসুন্ধরাতে অভিযান চালিয়ে প্রতারণা করে আদায় করা ৪৫ হাজার টাকা এবং প্রতারণায় ব্যবহৃত স্মার্টফোন জব্দ করা হয়।

আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে প্রতারিত নারী বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করছেন।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি