X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ০০:৪০আপডেট : ৩০ জুন ২০২০, ০১:৪৯

ইলিয়াস কাঞ্চন ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে করোনা মহামারির সময় সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের মধ্যেও এই ধরনের দুর্ঘটনা প্রমাণ করে, দেশের যোগাযোগ ব্যবস্থা কতটা নাজুক। সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের পরিধি সম্প্রসারিত করে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা সরকার প্রায়ই বলে থাকলেও সে উদ্যোগ বাস্তবায়ন প্রকৃত অর্থে চ্যালেঞ্জের। এই দুর্ঘটনা প্রমাণ করে দেশের নৌ যোগাযোগ ব্যবস্থার আরও আধুনিকায়ন দরকার। নৌপথে লঞ্চের যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া জরুরি।’

তিনি আরও বলেন, ‘সড়ক, রেল, নৌ কোনও যোগাযোগ মাধ্যমই সত্যিকার অর্থে নিরাপদ হয়ে ওঠেনি এখনও। যাত্রীদের নিরাপত্তার অভাব রয়েছে সবখানে। অতীতে অনেক লঞ্চ দুর্ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু হলেও এসব দুর্ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামে একটি বড় লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়। এই ঘটনায় রাত ১২টা পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার হয়, নিখোঁজ রয়েছেন অনেকেই।

/এসএস/এনএস/
সম্পর্কিত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা