X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘করোনা মোকাবিলায় স্থানীয় সরকার ও কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ০০:৩৮আপডেট : ০৫ জুলাই ২০২০, ০০:৫৫




হাঙ্গার প্রজেক্টের অনলাইন আলোচনা করোনা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার ও কমিউনিটিকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘ভারতের কেরালায় করোনা মোকাবিলায় সাফল্যের পেছনে বড় কারণ হলো স্থানীয় সরকারের ভূমিকা এবং কমিউনিটি সম্পৃক্ততা। বাংলাদেশেও হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবীরা কমিউনিটিকে সম্পৃক্ত করে বিভিন্ন কাজ করে চলেছেন।’

শনিবার (৪ জুলাই) সংগঠনটি আয়োজিত ‘করোনাভাইরাস সহনশীল গ্রাম: তৃণমূলের স্বোচ্ছাব্রতীদের সঙ্গে মতবিনিময় সভা’ শীর্ষক এক অনলাইন সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বহু বছরের প্রচেষ্টায় কেরেলায় ত্রি-স্তর বিশিষ্ট একটি কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলো হয়েছে, যার সুফলই পাওয়া গিয়েছে বর্তমান করোনাভাইরাস মহামারিকালে। কেরেলার সাফল্যের পেছনে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ১৯৯৬ সালে শুরু হওয়া ‘পিপলস প্ল্যানিং’ ক্যাম্পেইন বা স্থানীয় পর্যায়ে গণপরিকল্পনা প্রণয়নের একটি সর্বব্যাপী আন্দোলন। সেখানে করোনাভাইরাস মহামারির শুরুতেই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক ওয়ার্ডে নির্বাচিত সদস্যের নেতৃত্বে ‘রেপিড রেস্পন্ডার’ বা দ্রুত সহায়তাকারী টিম গঠন করা হয়। সব স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েত কর্মী ও স্বাস্থ্যখাতের সব স্বেচ্ছাসেবীরা এই টিমের অংশ। বর্তমান দুর্যোগের সময়ে রেপিড রেস্পন্ডার টিমের সদস্যরা মোটা দাগে তিনটি কাজ করেছে: কমিউনিকেশন, কোঅর্ডিনেশন ও কমিউনিটির সম্পৃক্তকরণ। কমিউনিকেশনের অংশ হিসেবে তারা সাধারণ মানুষকে স্বাস্থ্যবধি বিষয়ে সচেতন করেছে। 

বদিউল আলম মজুমদার আরও বলেন, যশোর অঞ্চলের স্বেচ্ছাসেবীরা শুরুতে নিজেদের মধ্যে বৈঠক করে করোনা নিয়ন্ত্রণ ও প্রশমন কমিটি গঠন করেন। দ্বিতীয় ধাপে, স্বাস্থ্যবিধি বিষয়ে সাধারণ মানুষকে সচতেন করেন। তৃতীয় ধাপে, কোভডি-১৯ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে আইসোলশেন সহযোগিতা, টেলিমেডিসিন, রোগীর প্রতি ঘৃণা বিদ্বেষ প্রতিরোধ ইত্যাদি পরিচালিত হয়। চর্তুথ ধাপে, অভাব ও সমস্যাগ্রস্তদের সহায়তা করা হয়। যশোর জেলায় পাঁচটি উপজেলার ১৯৯টি গ্রামে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন ড. মুশতাক হোসেন, হু-এর আঞ্চলিক পরিচালক ডা. মোজাহেরুল হক, অধ্যাপক রুবায়াত ফেরদৌস, এম্পাওয়ার-এর প্রধান নির্বাহী মৃদুল চৌধুরী ও জাগরীরির অন্যতম উদ্যোক্তা মহারুখ মহিউদ্দিন প্রমুখ।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক