X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পল্লবীতে বিস্ফোরণ: পুলিশ বলছে স্থানীয় সন্ত্রাসী, আইএসের ‘দায় স্বীকার’

নুরুজ্জামান লাবু
২৯ জুলাই ২০২০, ২২:১৩আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:২৬

টুইটারে আইএসের স্বীকারোক্তিমূলক বার্তা রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বুধবার (২৯ জুলাই) রাতে সাইট ইন্টেলিজেন্স তাদের টুইটার ও নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। রাত ৮টা ৪৬ মিনিটে স্বীকারোক্তিমূলক টুইট করেন রিতা কাটজ। তবে ঢাকার পুলিশ কর্মকর্তারা এই বিস্ফোরণের সঙ্গে কোনও ধরনের জঙ্গি সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে।

পুলিশের দাবি, স্থানীয় এক রাজনীতিকের ছেলেকে হত্যার জন্য সাধারণ অপরাধীরা এই বোমা বহন করছিল। বিস্ফোরণের আগে রফিকুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (২৩) ও মোশাররফ হোসেন (২৬) নামে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তারা সবাই পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ক্যাডার। থানা পুলিশ গোয়েন্দা হেফাজতে পাঠানোর পর বর্তমানে তাদের কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন।

বুধবার ভোরে রাজধানীর পল্লবী থানায় ওজন মাপার যন্ত্রের মতো দেখতে হাতে বানানো একটি বোমা বা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভড ডিভাইসড) বিস্ফোরিত হয়। এতে থানার চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাস্থলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘মিরপুর এলাকায় বিভিন্ন ধরনের ক্রাইম সংঘটিত হয়ে থাকে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য মিরপুর বিভাগের ডিসির নেতৃত্বে পল্লবী থানা পুলিশের একটি টিম কিছু দিন ধরে কাজ করছিল। পুলিশের কাছে তথ্য আসে— মিরপুরের কালশী কবরস্থানে একটি সন্ত্রাসী গ্রুপ অপরাধ করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ মঙ্গলবার রাত ২টায় সেখানে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ওজন মাপার যন্ত্রের মতো একটি ডিভাইস উদ্ধার করা হয়।’

পল্লবী থানা

কৃষ্ণপদ রায় বলেন, ‘সন্ত্রাসীদের কাছে ওয়েট মেশিন দেখে থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের কয়েকজন সদস্য ডিভাইসটি পর্যবেক্ষণ করেন। তারা এই ইউনিটের আরও অভিজ্ঞতাসম্পন্ন সদস্যদের থানায় আসতে অনুরোধ করেন। কিন্তু অন্য সদস্যরা আসার আগেই একটির বিস্ফোরণ ঘটে।’

পুলিশ কর্মকর্তারা বলছেন, গ্রেফতার ব্যক্তিরা ভাড়াটে খুনি হিসেবে পরিচিত। তারা স্থানীয় এক কাউন্সিলরের ছেলেকে হত্যার পরিকল্পনা করেছিল। এজন্য তারা নিজেরা বোমা বহন করছিল। ওজন মাপার যন্ত্রটির মধ্যে চারটি পৃথক বোমা ছিল। এরমধ্যে একটি প্রথমে বিস্ফোরিত হয়। বাকিগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেন।

সংশ্লিষ্টরা বলছেন, থানা কম্পাউন্ডে বিস্ফোরিত বোমাগুলো আইইডির আদলে তৈরি। জঙ্গিরা সাধারণত এ ধরনের আইইডি তৈরি করে। গত শুক্রবারও রাজধানীর পল্টন থানা এলাকায় একটি আইইডি বিস্ফোরিত হয়। এর আগে গত বছর রাজধানী ঢাকার পাঁচটি স্থানে, খুলনা ও চট্টগ্রামে পুলিশকে টার্গেট করে আইইডি নিক্ষেপ এবং পুলিশ ভ্যানে আইইডি বিস্ফোরিত হয়েছিল। করোনা মহামারির মাঝে জঙ্গিরা ফের সক্রিয় হয়ে পুলিশের ওপরে হামলা করতে পারে, এমন আশঙ্কায় গত ১৯ জুলাই পুলিশ সদর দফতর থেকে একটি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতেও পুলিশ সদস্য বা পুলিশের স্থাপনাসহ দূতাবাস বা বিদেশি নাগরিকদের ওপর জঙ্গিরা হামলা করতে পারে বলে সতর্কতা জারি করা হয়।

ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলছেন, পল্লবীর এই বিস্ফোরণের সঙ্গে এখন পর্যন্ত জঙ্গি সম্পৃক্ততা নেই। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকার নিছকই ‘ক্রেডিট নেওয়া’ বলে দাবি করেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেফতার হওয়া তিন সন্ত্রাসীও জিজ্ঞাসাবাদে নিজেদের শাহাদাত বাহিনীর লোক বলে স্বীকার করেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অতীতে আইএস অনেক ফেক ঘটনার দায় স্বীকার করেছে। এবারও সেরকমই দেখা যাচ্ছে। আমরা এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কোনও তথ্য পাইনি। তারপরও আইএস যেহেতু দায় স্বীকার করেছে, কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

তবে দীর্ঘদিন জঙ্গি নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণের ধরণ দেখে জঙ্গিদের কাজ বলেই মনে হচ্ছে। তবে এ ঘটনায় যেহেতু তিন জনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া যায় সেটি আসল  বিষয়। জঙ্গিদের কাজ হলে কোনোভাবেই তা গোপন করা সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তারা। জঙ্গি নিয়ে কাজ করা মানবাধিকারকর্মী নূর খান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা খুব কঠিন। তবে যে ধরনের আক্রমণ—এটা কোনও মাস্তান গ্রুপ বা সাধারণ অপরাধীদের কাজ না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, একটা ডিজিটাল ওয়েট মেশিনে বোমা লুকিয়ে মাস্তানরা ব্যবহার করবে, এটি বিশ্বাসযোগ্য নয়। তবে কী ঘটনা ঘটেছে, এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করা জরুরি। কৌশলগত কারণে তদন্ত কর্তৃপক্ষকে একটু সময় দেওয়া দরকার।’

তিনি বলেন, ‘আক্রমণের ধরনটা অভিনব। পুলিশের পক্ষ থেকেও কয়েকদিন ধরে জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছিল। আইএস ইতোমধ্যে দায় স্বীকার করেছে। এটা নিয়ে ধূম্রজাল তৈরি না করে বরং রাষ্ট্রের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। কারণ, এটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে স্থানীয় কোনও মাস্তান গ্রুপ পোর্টেবল ওয়েট মেশিনের ভেতরে বোমা ঢুকিয়ে চলবে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এটা যেন কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়া না হয়।’

 

আরও পড়ুন:

পল্লবীতে অবিস্ফোরিত আরেকটি বোমা নিষ্ক্রিয়

পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়