X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গরম পানিতে পুড়ে দুই শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৫






শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রাজধানীতে পৃথক ঘটনায় গরম পানিতে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর)  শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলো- কাফরুলে সৌমিতা (৩) ও তেজগাঁও শিল্পাঞ্চলের সাব্বির (১৩ মাস)। সংশ্লিষ্ট থানায পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুই শিশুই তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নাখালপাড়া এলাকায় নিজ বাসায় গরম পানিতে দগ্ধ হয়ে ১৩ মাসের শিশু সাব্বির হাসপাতালে ভর্তি হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় সে। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

শিশুর বাবা ওর্য়াকশপ কর্মচারী ওমর ফারুক। তিনি জানান, খাওয়ার জন্য পানি গরম করে রেখেছিলেন শিশুর মা শারমিন আক্তার। শিশুটি তখন ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে হামাগুড়ি দিয়ে গরম পানির পাত্রের ওপরে পড়ে যায়। এতে সে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে রাজধানীর কাফরুল থানার ১৪ নম্বর সরকারি স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতো সৌমিকা নাথ সরকার (৩)। তার বাবা সজল সরকার, মা শিউলি দেবনাথ উভয়ই চাকরিজীবী।

তার চাচা সুধী সরকার জানান, শিশুর দাদি সন্ধ্যা রানী সরকার অসুস্থ। তাই তার গোসলের জন্য পানি গরম করে রাখা ছিল। শিশুটি খেলা করতে করতে ওই পানিতে পড়ে গিয়ে দগ্ধ হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


/এআইবি/আরজে/এফএস/
সম্পর্কিত
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া