X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আগুনে পুড়লো দোকানসহ ৪০টি ঘর, আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ০১:৪৯আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০২:০১

কল্যাণপুরের নতুন বাজার বস্তির আগুন রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশনের আগুনের ঘটনায় দোকানসহ ৪০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে লাগা এ আগুনে এখন পর্যন্ত তিন জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরে ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন– রুবি, আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১)।

আগুন নেভাতে সাহায্য করছেন স্থানীয়রা

কল্যাণপুরের নতুন বাজারের বস্তির আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা বালতিতে পানি দিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘মোটামুটি আগুনের বেগ কমিয়ে আনার পরেই আমাদের এখানে পানি সংকট দেখা দিয়েছিল। আশেপাশের কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দূরে যেখানে পানি ছিল সেখান থেকে পাইপ লাগানো সম্ভব হয়নি। আমাদের সঙ্গে ওয়াসার একাধিক টিম যোগ হয়। পরে তাদের সাহায্য নিয়ে আগুন নেভানোর কাজ চলে। এখানকার স্থানীয়রা আমাদের সঙ্গে কাজ করছেন। তারাও পানি দিয়ে সাহায্য করছেন।’

আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে সরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণের অনেক আগেই ফায়ার সার্ভিসের পানির সংকট দেখা দেয়। এরপর স্থানীয়রা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ১২০ থেকে ১৫০ জনের মতো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাতে বালতির পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।

তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন আরও জানান, ‘এ ঘটনায় আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত করার পর আগুনের আসল কারণ জানা যাবে।’




/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!