X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আগুনে পুড়লো দোকানসহ ৪০টি ঘর, আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ০১:৪৯আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০২:০১

কল্যাণপুরের নতুন বাজার বস্তির আগুন রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশনের আগুনের ঘটনায় দোকানসহ ৪০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে লাগা এ আগুনে এখন পর্যন্ত তিন জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরে ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন– রুবি, আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১)।

আগুন নেভাতে সাহায্য করছেন স্থানীয়রা

কল্যাণপুরের নতুন বাজারের বস্তির আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা বালতিতে পানি দিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘মোটামুটি আগুনের বেগ কমিয়ে আনার পরেই আমাদের এখানে পানি সংকট দেখা দিয়েছিল। আশেপাশের কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দূরে যেখানে পানি ছিল সেখান থেকে পাইপ লাগানো সম্ভব হয়নি। আমাদের সঙ্গে ওয়াসার একাধিক টিম যোগ হয়। পরে তাদের সাহায্য নিয়ে আগুন নেভানোর কাজ চলে। এখানকার স্থানীয়রা আমাদের সঙ্গে কাজ করছেন। তারাও পানি দিয়ে সাহায্য করছেন।’

আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে সরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণের অনেক আগেই ফায়ার সার্ভিসের পানির সংকট দেখা দেয়। এরপর স্থানীয়রা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ১২০ থেকে ১৫০ জনের মতো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাতে বালতির পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।

তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন আরও জানান, ‘এ ঘটনায় আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত করার পর আগুনের আসল কারণ জানা যাবে।’




/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক