X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জনমতে বেঁচে আছে বিএনপি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৬আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৫:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর মূলধারার রাজনীতি থেকে ছিটকে গেছেন বলেই দাবি অনেকের। কিন্তু রাজনীতিতে সরব না থাকলেও জনমনে ঠিকই রয়ে গেছে বিএনপির স্থান। বাংলা ট্রিবিউনের জরিপে দেখা যায়, বিএনপি ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের চেয়ে পিছিয়ে থাকলেও পাল্লাটি মোটেও হালকা নয়। এমনকি জঙ্গি আক্রমণ ইস্যুতেও খুব কম সংখ্যক মানুষ তাদের দায়ী মনে করছেন।  

এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল জয়ী হবে বলে মনে করেন?

দেশব্যাপী ৬৪টি জেলায় বাংলা ট্রিবিউনের পরিচালিত জরিপে দেখা যায়, এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে বলে মনে করছেন ৩৮.৮৭ শতাংশ মানুষ। অন্যদিকে বিএনপি জিতবে বলে মনে করছে ৩০.০৮ শতাংশ। এখানে দুই দলের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। উল্লেখযোগ্য বিষয় হলো- সারাদেশে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬.৭১ শতাংশ মানুষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। 

এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল জয়ী হবে বলে মনে করেন? (বিভাগীয় শহর)

এমনকি বিভাগীয় শহরে (ময়মনসিংহ বিভাগীয় শহর বাদে) চালানো জরিপেও ব্যবধান কাছাকাছি। বিভাগীয় শহরগুলোতে দেখা গেছে, ৩৭.৪৩ শতাংশ মানুষ মনে করছে এই মুহূর্তে নির্বাচন হলে জিতবে আওয়ামী লীগ। অন্যদিকে ২৯.১০ শতাংশ মানুষ মনে করছে জিতবে বিএনপি। এখানে বিভাগীয় শহরেও ২৮.১৪ শতাংশ মানুষ কোনও মন্তব্য করতে রাজি হননি। 

শুধু তাই নয়, জঙ্গি আক্রমণের জন্য দায়ী হিসেবেও খুব কম সংখ্যক বিএনপিকে দায়ী মনে করছেন। মাত্র ৬.৪৮ শতাংশ মানুষ মনে করেন, জঙ্গি আক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম দায়ী বিএনপি। যেখানে তারা জামায়াতকে প্রধানতম দায়ী বলে মত দিয়েছেন।

 

জরিপ প্রক্রিয়া:

জরিপের সময়কাল: ১৭ জানুয়ারি-২৫ জানুয়ারি, ২০১৬

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন  

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:
১. প্রতি জেলায় ৫০ জন করে ৬৪টি জেলায় জরিপ চলানো হয়েছে।
২. ৭টি বিভাগীয় শহরের প্রতিটিতে ৩০০ জনের ওপর জরিপ করা হয়েছে (ময়মনসিংহ বিভাগীয় শহর বাদে)। 
৩. রাজধানী ঢাকায় ৩০০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়।
৪. দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় প্রতি ১০ মিনিট অন্তর নমুনা সংগ্রহ করা হয়।
৫. জরিপকারীরা একইস্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।  
৬. নমুনা সংগ্রহের জন্য জেলা/বিভাগের হাট-বাজার/শপিংমলকে স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে।
৭. জরিপে আয়ের প্রশ্নে ছাত্র ও গৃহিনীর ক্ষেত্রে তাদের পরিবারের আয়-ব্যয় সম্পর্কে জানতে চাওয়া হয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ