X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সরকারপ্রধানসহ নেতারা আবোল-তাবোল বক্তব্য রাখছেন: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

 

সরকারপ্রধানসহ নেতারা আবোল-তাবোল বক্তব্য রাখছেন: খন্দকার মোশাররফ আওয়ামী লীগ সরকারের প্রধানসহ দলীয় নেতারা নানা জায়গায় আবোল-তাবোল বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘নিজেদের বিভিন্ন অকর্মের দোষ ধামাচাপা দিতে সরকার প্রধানসহ দলের নেতারা নানা জায়গায় আবোল-তাবোল বক্তব্য রাখছেন।’

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যালিটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।   

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোনও কারণ ছাড়াই গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সংসদে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেছেন, জিয়াউর রহমান নাকি অবৈধ রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু ১৯৭৮ সালের জুন মাসে সাধারণ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন।’

তিনি দাবি করেন, ‘আওয়ামী লীগের মতো ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ তারিখ রাতে ডাকাতি করে নয়, তিনি (জিয়া) এদেশের জনগণের ভোটের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন।’

যারা জিয়াউর রহমানকে অবৈধ বলেন তাদের মনে দুর্বলতা রয়েছে দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই সরকার অনির্বাচিত। রাতের অন্ধকারের ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে। তারা অবৈধ। তাই নিজেদের দোষ অন্যের ওপরে চাপানোর চেষ্টা করছে। তারা যে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে সেটিকে ধামাচাপা দিতে চায়। নিজেদের দোষ অন্যের ওপর চাপানো কাজটি আওয়ামী লীগ সবসময়ই করে।’

খালেদা জিয়া মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাগারে বন্দি আছেন দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এ ধরনের মামলায় যদি কেউ সাজাপ্রাপ্ত হয়েও থাকে, হাইকোর্ট থেকে ৭ দিনের মধ্যে জামিনে মুক্তি পান। কিন্তু খালেদা জিয়া দেড় বছরের ওপরে এ ফ্যাসিবাদী সরকারের কারাগারে নির্যাতিত হচ্ছে।’ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে মন্তব্য করে তিনি মহিলা দলের নেতাকর্মীদের এ ব্যাপারে প্রতিজ্ঞা করার পরামর্শ দেন।

র‌্যালিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
‘শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি’
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সর্বশেষ খবর
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি