X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পৌরসভা নির্বাচন: ছক কষতে বৃহস্পতিবার আ. লীগের বৈঠক

পাভেল হায়দার চৌধুরী।।
২৫ নভেম্বর ২০১৫, ২০:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৬:২২

আওয়ামী লীগ লোগো পৌরসভা নির্বাচনের পদ্ধতি ঠিক না হওয়ায় এতদিন বিচ্ছিন্নভাবে মাঠে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার থেকে ছক কষে ভোটের লড়াইয়ে মাঠে নামছে তারা। তার আগে বৃহস্পতিবার নির্বাচনের নাড়িনক্ষত্র নিয়ে পরিকল্পনা করতে বৈঠকে বসছে দলটির নীতি নির্ধারকরা। দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন এ খবর।

দলীয় নেতাদের মতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা না হওয়ায় কোন পদ্ধতিতে আসন্ন নির্বাচনে অংশ নেবে এ ব্যাপারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতারা এতদিন অন্ধকারে ছিলেন।

দল কাকে সমর্থন দেবে, কোন পদ্ধতিতে প্রার্থী বাছাই-মনোনয়ন দেওয়া হবে, মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ, মনোনয়ন বোর্ড গঠন; এ সবই বৃহস্পতিবার ঠিক করা হবে।

নেতারা জানালেন, সময় কম। শুক্রবার থেকেই দ্রুতগতিতে নির্বাচনের প্রস্তুতি চলবে।

একই দিন (বৃহস্পতিবার) ডাকা হয়েছে সংসদীয় বোর্ডের সভাও। আওয়ামী লীগের এ ফোরাম দলীয় মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। বুধবার দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করার পর সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে একটি ‘রেজুলেশন’ আনা হবে। দলের পরবর্তী কেন্দ্রীয় সম্মেলনে গঠনতন্ত্রে লিপিবদ্ধ করা হবে এই ‘রেজুলেশন’।

এ প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, দলীয় প্রতীক ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচন হবে; এমন আইন হওয়ার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা না হওয়ায় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া ঠিক করা হয়নি।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, বৃহস্পতিবারের বৈঠকের পর আমরা পৌরসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো।

/এফএ/

সম্পর্কিত
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে