X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত শেখ হাসিনার মানবিকতার নিদর্শন, বললেন আ.লীগ নেতারা

মাহবুব হাসান
২৪ মার্চ ২০২০, ১৯:২৫আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৯:৫৭

খালেদা জিয়া ও আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সুপারিশকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার নিদর্শন। এটি সময়োপযোগী এবং রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশ বলে ফৌজদারি আইনের ৪০১ ধারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির সুপারিশ করেছে সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই অথবা আগামীকাল যেকোনও সময়ে মুক্তি পেতে যাচ্ছেন খালেদা জিয়া।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, এটা প্রধানমন্ত্রীর মানবিক ও সাহসী সিদ্ধান্ত। এর মাধ্যমে তিনি প্রকৃত রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন। আশা করি বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর এমন উদার গণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ইতিবাচক রাজনীতি করবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, এটি খুব ভালো সিদ্ধান্ত। খালেদা জিয়ার পরিবার আগেই তার মুক্তির আবেদন করেছিল। তার বয়স, শারীরিক অবস্থা, সংকটময় সময় সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশ দিয়েছেন। আমি এ সিদ্ধান্তকে অভিনন্দন জানাই।

উল্লেখ্য, কিছু দিন আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের নির্বাহী আদেশ বলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তার মুক্তির সুপারিশ করা হলেও তিনি বিদেশে যেতে পারবেন না বলে সরকারের পক্ষ থেকে শর্ত থাকছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা চাই খালেদা জিয়া ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশে করোনাভাইরাসের কারণে একটি সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে। খালেদা জিয়ার বয়সসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তববাদী ও মানবিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে মুক্তির সুপারিশ করেছেন। এটি একটি যুগান্তকারী উদ্যোগ।

আরও পড়ুন:

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর নির্দেশেই খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

আগামীকাল মুক্তি পেতে পারেন খালেদা জিয়া: স্বরাষ্ট্র সচিব

ফাইল পৌঁছালেই খালেদা জিয়ার কারামুক্তির ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল পেলে খালেদা জিয়াকে জানানো হবে: বিএসএমএমইউ পরিচালক

ফিরোজায় ধোয়ামোছা শেষ, খালেদা জিয়াকে বরণের প্রস্তুতি

মুক্তি পেয়ে ফিরোজাতেই উঠবেন খালেদা জিয়া

নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ মির্জা ফখরুলের

খালেদা জিয়াকে মুক্তি দেওয়া সরকারের শুভবুদ্ধি: আ স ম রব

 

 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ