X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আমরা এখন নির্বাচনের মুডে আছি: আইভী 

সাদ্দিফ অভি, নারায়ণগঞ্জ থেকে
১১ জানুয়ারি ২০২২, ১৫:১১আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫:১১

দলের নেতাকর্মীদের সহযোগিতা বা অসহযোগিতার বিষয় নিয়ে এখন আর কোনও কথা বলতে চান না নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এখন আমরা নির্বাচনের মুডে আছি।’ মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

দলীয় কোন্দল ও অসহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, এগুলো নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। নির্বাচন এলে কেউ সহযোগিতা করবে, আবার কেউ করবে না; এটাই স্বাভাবিক। নির্বাচনে এগুলোই হয়, এগুলো মাথায় রেখেই নির্বাচন করতে হয়। এখন সময় জনগণের কাছে যাওয়ার। আমি সেটাই করছি। আমি সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।’
 
আইভি নিজের কর্মপরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমি জনগণের অনেক দাবি পূরণ করার চেষ্টা করেছি এবং করছি। জলাবদ্ধতা যাতে না হয়, সে জন্য ড্রেন করে দেওয়া হয়েছে। জলাবদ্ধতার কারণে যাতে রাস্তা ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলো মাথায় রেখে কিন্তু আমি ৯০ শতাংশ কাজ করে ফেলেছি। এখন অলিগলির ভেতরে কিছু কাজ বাকি আছে। সেগুলো ইনশাল্লাহ করে দেবো। তাছাড়া প্রচুর খেলার মাঠ করেছি, কবরস্থান করেছি, পুকুর নিয়ে কাজ করেছি। কবরস্থান, শশ্মান এগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে। নগর ভবনের কাজ বাকি আছে। প্রচুর বড় প্রকল্প আছে। নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন করছি। পরিচ্ছন্নকর্মীদের জন্য কলোনী করছি। সিদ্ধিরগঞ্জে বড় একটি জলাশয় সংরক্ষণ করেছি। প্রচুর কাজ হচ্ছে, এই কাজগুলো চলমান রাখবো।’

নির্বাচনী প্রচারণায় আইভী (ছবি: নাসিরুল ইসলাম)

জয়ী হলে দুটি বিষয়ে প্রাধান্য দেবেন উল্লেখ করে আইভী বলেন, ‘করোনার কারণে শীতলক্ষ্যার ওপরে কদমরসুল ব্রিজ নিয়ে আমরা একটু পিছিয়ে পড়েছি। আর ৯ নম্বর ওয়ার্ডে ২৩ একর জায়গা নিয়েছি বর্জ্য ব্যবস্থাপনার জন্য। সেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করবো। এই দুটি কাজকে অগ্রাধিকার দেবো সবচেয়ে বেশি। ছয়টি কাজ আমাদের হাতে আছে, যেগুলোর কোনও কোনোটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’ 

/এসও/আইএ/ইউএস/
সম্পর্কিত
তৃতীয় দিনেও তালা ঝুলছে আ.লীগ অফিসে, সবার দৃষ্টি কেন্দ্রের দিকে
‘হকার বসিয়ে আসছি’ আইভীর কথায় মাইন্ড করিনি: শামীম ওসমান
গোলটেবিল বৈঠকে পাশাপাশি বসেছেন শামীম-আইভী
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী