X
সোমবার, ২৩ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

বিএনপির সমাবেশ: প্রস্তুত মঞ্চ, বদলে গেছে পোস্টারের ভাষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৩:২৯আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২০:০৭

আজ বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। দলে দলে আসছেন দলীয় নেতাকর্মীরা। সাঁটানো হয়েছে নতুন পোস্টার।  বদলে গেছে পোস্টারের ভাষাও। এতদিন যেখানে দলের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়েছে, আজ আর তা নেই। নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন সদ্য বিদায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে ঘুরে দেখা যায় এই চিত্র।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। এসময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি। এদিকে সকাল পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।  এসময় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।

নয়াপল্টন এলাকায় দেখা যায়, সমাবেশ উপলক্ষে রাস্তায় নতুন পোস্টার লাগানো হয়েছে। খালেদা জিয়াকে  ‘মাদার অব ডেমোক্রেসি’  উল্লেখ করে টানানো হয়েছে নতুন পোস্টার।

একটি পুরনো পোস্টার দেখিয়ে বিএনপির এক কর্মী বলেন, এখন আর এই পোস্টারের কোনও দরকার নেই। কী যে আনন্দ লাগছে, তা বোঝানো যাবে না।

সমাবেশস্থলে দলীয় নেতাকর্মীদের জমায়েত কথা হয় দলের আরেক কর্মী আবির হোসেনের সঙ্গে। তিনি বলেন,  আজকে আমাদের আনন্দের দিন। আজকে মুক্তভাবে আমরা সমাবেশ করতে পারবো। কোনও পুলিশ নাই, কোনও বাধা নেই।

আরেক কর্মী মো. হাসান বলেন, আমার বাড়ি বরিশাল। আমি গত বছরের ২৮ অক্টোবর থেকে ঢাকায় এসে থাকছি। দলের সব অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনেক কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে। আজকে আর কোনও ঝামেলায় পড়তে হবে না।

এ সময় মঞ্চ থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য দেশের ছাত্রসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা।

আজ দুপুর ২টা থেকে শুরু হবে বিএনপির এই সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর। আর সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার আশা মির্জা ফখরুলের
প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে স্পষ্টতা চায় বিএনপি
সর্বশেষ খবর
লোকাল গার্মেন্টস ব্র্যান্ডের বিক্রি বাড়লেও টিকে থাকা কঠিন
লোকাল গার্মেন্টস ব্র্যান্ডের বিক্রি বাড়লেও টিকে থাকা কঠিন
ইরানে মার্কিন হামলা: তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় বিশ্ব
ইরানে মার্কিন হামলা: তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় বিশ্ব
কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন
কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন
দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা
দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার