জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের ওপর আরোপকৃত নিষেধাজ্ঞার সরকারি প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হবে বলে আমরা প্রত্যাশা করি। দেশের মানুষ যাদের গ্রহণ করবে তাদের রাজনীতি এবং নির্বাচন করার পূর্ণ অধিকার আছে।’
বুধবার (১৪ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান ববি হাজ্জাজ। বলেন, ‘৫০ বছর আগের কোনও ঘটনার শোক আমরা পালন করতে পারি না ৷ এই দিনের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’