X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

২০২৪ সালের পর বিএনপি-জামায়াতের রাজনীতি টিকবে না : নাসিম

ঢাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২১:২৩আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২২:০১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হয়ে আওয়ামী লীগ ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চায়।আর সেটি হলে দেশে বিএনপি-জামায়াতের রাজনীতি টিকে থাকবে না।কারণ,আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের মতো বিধ্বংসী ও জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না। তারা জনগণের গণতন্ত্রে বিশ্বাস করে।’
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হল প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান,বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,আওয়ামী লীগ সদস্য কামাল হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন,ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান,সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন,‘বঙ্গবন্ধু বলেছিলেন,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। দেশ স্বাধীন হলেও আমাদের স্বাধীনতার সংগ্রাম চলছেই। যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।যার নেতৃত্বের অন্যতম লক্ষ্য ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা।’
ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন,‘দেশ থেকে চক্রান্তকারীরা এখনও বিতাড়িত হয়নি। বেগম জিয়া এখনও চক্রান্ত করছেন।বঙ্গবন্ধু যখন যুদ্ধ পরবর্তীকালে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন যেমন চক্রান্ত হয়েছে,এখনও শেখ হাসিনাকে নিয়ে চক্রান্ত চলছে। আর এ চক্রান্ত প্রতিহত করতে ছাত্রলীগকে শেখ হাসিনার পাশে থাকতে হবে।’




আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন,‘বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নের পথ ছিল অনেক দূরহ,অনেক পিচ্ছিল।বিভিন্ন সময় তাকে সংগ্রামের মধ্যদিয়ে এপথ অতিক্রম করতে হয়েছে।তবুও তিনি দমে যাননি।ষড়যন্ত্রকারীরা তার নামে মামলা দিয়েছে,তাকে হত্যারও চেষ্টাও করেছে। তবুও নেতা শেখ মুজিব তার নিজস্ব স্বার্থের কথা না ভেবে দেশের স্বার্থে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।তারপরও এদেশেরই কিছু দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থ উদ্ধারের লোভে বঙ্গবন্ধুর মত মানুষকে হত্যা করেছে।’
বিএনপিকে উদ্দেশ্য করে নানক বলেন,‘বিভিন্ন সময় ওই দলের মির্জা সাহেব ঘোষণা দিচ্ছেন কাউন্সিলের পর জেগে উঠবেন তারা।কিন্তু প্রশ্ন হলো,জেগেই যখন উঠবেন তখন ঘুমিয়ে গিয়েছিলেন কেন।আজ  যাদের কারণে আপনাদের এই ঘুমিয়ে পড়া সেই খালেদা ও তারেককে দল থেকে সরানোর চূড়ান্ত সময় এসে গেছে।’

সম্পর্কিত
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে