X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

র‌্যাগিং ও যৌন হয়রানি বিরোধী ক্যাম্পেইন করবে ছাত্রলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৭

শিক্ষাঙ্গনে নেতাকর্মীদের অব্যাহত বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেই ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‌্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ আয়োজন করেছে ছাত্রলীগ। এ কর্মসূচিতে সব নেতাকর্মীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়েছে– ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাফল্যজনক অবস্থান অর্জন করতে বদ্ধপরিকর। শিক্ষার্থীরা আত্মমর্যাদায় বলীয়ান হয়ে নিজ মেধা ও সৃষ্টিশীলতার সর্বোচ্চ ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ' গড়ার সারথী হবে, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়বে বাংলাদেশকে। র‌্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ও রেসিজম শিক্ষার্থীদের সুন্দর ও সৃষ্টিশীলতার পথে এ যাত্রাকে ব্যাহত করে।

ছাত্রলীগের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মধুর ক্যান্টিন থেকে পথযাত্রা শুরু হবে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও  টিএসসিতে ক্যাম্পেইনসহ নানাবিধ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সব নেতাকর্মীকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ছাত্রলীগ শিক্ষার্থীরা সমাজকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু একাডেমিক পরিবেশ, শিক্ষার্থীদের আত্মমর্যাদা-ব্যক্তিত্ব-প্রতিভার বিকাশ, গবেষণা বিশ্ববিদ্যালয়ের পরিসর, তারুণ্যের উদযাপন নিশ্চিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করেছে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয়ভাবে রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্যের পাদদেশ পর্যন্ত চলবে কর্মসূচি। এছাড়া ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সব বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ এবং ১ থেকে ৩ মার্চ সব কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল কলেজসহ অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করতে ছাত্রলীগের ইউনিটসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা