X
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

সাঈদী ইস্যুতে রেকর্ড বহিষ্কার ছাত্রলীগে

মাহফুজ সাদি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর ঘটনায় ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের চারশ’র মতো নেতাকর্মীকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের ৭৫ বছরের ইতিহাসে কোনও একটি ইস্যুতে এত বড় বহিষ্কার বা অব্যাহতির ঘটনা ঘটেনি। এই বহিষ্কার বা অব্যাহতির রেকর্ড ভাবিয়ে তুলছে অসাম্প্রদায়িক চেতনা লালন করা সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাদের। আওয়ামী লীগের নেতারাও বলছেন, টনক নাড়িয়ে দেওয়া এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হলেও আগামীতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সাঈদীর মৃত্যুর ঘটনায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ছাত্রলীগের চারশ’র মতো নেতাকর্মীকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনটির একটি সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বাংলা ট্রিবিউনকে বলেন, এখন পর্যন্ত আমরা ৩০০ প্লাস নেতাকর্মীকে অব্যাহতি ও বহিষ্কারের তথ্য পেয়েছি। এটির প্রকৃত সংখ্যা বলা যাবে না। অব্যাহতি ও বহিষ্কারের ঘটনায় মহানগর, জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের সব তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। সেই বিবেচনায় এই সংখ্যাটা আরও বেশি হতে পারে।

ছাত্রলীগ সূত্র বলছে, সংগঠনটির বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে বিভিন্ন সময় কেন্দ্রীয়ভাবে ৬০-৭০ জনকে বহিষ্কার করা হয়েছে। গত ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে ছাত্রলীগের নেতাকর্মীদের পোস্ট দেওয়ার বিষয়টি সামনে আসে এবং পরদিন থেকে একের পর এক জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অব্যাহতি বা বহিষ্কারের তথ্য জানানো হয়। প্রায় এক মাস হতে চললেও ঠিক কতজনকে এখন পর্যন্ত অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে, সুনির্দিষ্ট করে সেই তথ্য জানাতে পারছে না ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর।

কোনও একটা ইস্যুতে এত সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীর অব্যাহতি বা বহিষ্কারের ঘটনা ৭৫ বছরে কখনও ঘটেনি বলে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা জানিয়েছেন। তারা বলছেন, বিভিন্ন সময় নানা ইস্যুকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের অব্যাহতি বা বহিষ্কারের কম-বেশি ঘটনা ঘটে আসছে। এটি অনেকটা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হলেও এবার সাঈদীর ঘটনাকে কেন্দ্র করে অল্প সময়ের ব্যবধানে অব্যাহতি বা বহিষ্কারের সংখ্যাটা রেকর্ড গড়েছে। এটা অস্বাভাবিক ব্যাপার, নজিরবিহীন ঘটনা। যা রীতিমতো ছাত্রলীগ ও আওয়ামী লীগকে বিব্রত করছে, নেতৃত্বকেও ভাবিয়ে তুলেছে।

একটা ইস্যুতে এত সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মীর অব্যাহতি বা বহিষ্কারের তথ্য জানা আছে কিনা, জানতে চাইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জানা মতে নেই।’ এক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীদের অব্যাহতি বা বহিষ্কারের এই ঘটনাকে ‘রেকর্ড সংখ্যা’ বলা যায় কিনা, তার উত্তরে ‘হ্যাঁ’ বলেন তিনি।

ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতার একজন আব্দুর রহমান বলেন, ছাত্রলীগ করে সাঈদীকে ডিফেন্ড করে যারা কথা বলবে, তাদের তো ছাত্রলীগ করার অধিকার নেই। তাদের বিরুদ্ধে ছাত্রলীগ তো অ্যাকশন নিচ্ছে। এক্ষেত্রে যেই চিহ্নিত হবে, তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে। 

ছাত্রলীগের একাধিক সূত্র বলছে, সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অব্যাহতি বা বহিষ্কারের যেসব ঘটনা ঘটেছে, তা পর্যালোচনা করে দেখা গেছে—কেউ কেউ না বুঝেই ‘ইন্নালিল্লাহ’র পোস্ট দিয়েছে। কেউ কেউ একজন মৃত মুসলিম ব্যক্তি হিসেবে ‘তার জান্নাত কামনা করে’ পোস্ট দিয়েছে। তাদের ছাত্রলীগে অনুপ্রবেশকারী বলা যাবে কিনা, তা নিয়েও সংগঠনের মধ্যে প্রশ্ন উঠছে। কেউ কেউ আবার অনুপ্রবেশকারী হিসেবে নানা ধরনের পোস্ট দিয়েছেন, সেটিও বলার অপেক্ষা রাখে না। এখন তাদের চিহ্নিত করাও এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাবেক নেতা এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলা ট্রিবিউনকে বলেন, সাঈদীর ঘটনায় ছাত্রলীগে অব্যাহতি বা বহিষ্কারের ঘটনা রেকর্ড সংখ্যক কিনা জানি না। তবে বড় সংগঠন হিসেবে ছাত্রলীগে নীতি-আদর্শের বাইরে কাজ করলে কাউকে রেহাই দেওয়ার সুযোগ একেবারেই নেই। সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠন বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বাঙালির সব অর্জনের সঙ্গে গৌরবময় ভূমিকা রেখেছে। এই সংগঠনের নীতি-আদর্শের বাইরে কত গেলো সেটি বড় কথা নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিই ইতিবাচক দিক।

ছাত্রলীগে অনুপ্রবেশকারী চিহ্নিত হলেই তাদের বহিষ্কার করা হয়- এটা স্বাভাবিক ব্যাপার উল্লেখ করে সংগঠনটির দেখভালের দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরও বলেন, ছাত্রলীগকে কলুষমুক্ত রাখার ক্ষেত্রে, সম্মান-মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য, সংগঠনকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালনা করার ব্যাপারে এবং অতীতের গৌরবগাথাকে রক্ষা করতে এই ধারা অব্যাহত থাকবে। তবে এবার এত সংখ্যকের ফেসবুক পোস্টের ঘটনায় আমরা বিস্মিত।

দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। ওই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ১৪ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। এরপর থেকে ২২ আগস্ট পর্যন্ত তার মৃত্যুতে সমবেদনা বা সহানুভূতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের আড়াই’শর বেশি পদধারী নেতা বহিষ্কার বা অব্যাহতি পান। এই তালিকা দীর্ঘ হতে থাকে, যা এখন চারশ’র মতো দাঁড়িয়েছে। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগেও সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় বহিষ্কারের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষ নেওয়ার কোনও সুযোগ নেই ছাত্রলীগে। যারা এমনটি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সাংগঠনিক ইউনিটকে গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের সবাইকে বহিষ্কার করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কারের তালিকা দীর্ঘ হচ্ছে

ছাত্রলীগে এরা কারা?

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫
মীরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ক্যানটিনে খাবার খেতে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর
সর্বশেষ খবর
সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আন্তরিক: হানিফ
সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আন্তরিক: হানিফ
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে চাকরির সুযোগ
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে চাকরির সুযোগ
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো যারা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো যারা
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
সর্বাধিক পঠিত
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
সরিষা শাক খাওয়ার ১০ উপকারিতা
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
উত্তরপত্র পরিবর্তন করে অর্ধশত শিক্ষার্থীকে ফেল দেখানোর অভিযোগ
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
‘ডাঙ্কি’র সঙ্গে লড়াই, ভীত নন ‘সালার’ নির্মাতা
‘ডাঙ্কি’র সঙ্গে লড়াই, ভীত নন ‘সালার’ নির্মাতা