X
শনিবার, ১৫ জুন ২০২৪
১ আষাঢ় ১৪৩১

সংলাপের কোনও সুযোগ নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১২:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:২১

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংলাপ যদি করতে হয় সব দলের সঙ্গেই করতে হবে। একটি-দুটি দলের সঙ্গে সংলাপ করলে তো আর হবে না। সময় খুব অল্প। ইসি তফসিল ঘোষণা করে ফেলবে।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সংলাপের জন্য যে সময় প্রয়োজন, তা এখন আর নেই। কারণ, দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে অনেক সময় দরকার। দেশে শতাধিক রাজনৈতিক দল রয়েছে। সংলাপ করতে হলেও অবশ্যই শর্তহীন হতে হবে, সেটা আগেও বলেছি।

তিনি বলেন, জাতীয় পার্টির কেউ কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে না আসে, তাহলে তাদের জোর করবে না আওয়ামী লীগ।

বিএনপিকে ছাড়াই নির্বাচন হচ্ছে কিনা, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এটা বিএনপিকে জিজ্ঞেস করেন। তবে বর্তমান পরিস্থিতিতে এখন আর সংলাপের সুযোগ নেই বিএনপির সঙ্গে। কারণ, সময় খুব কম। তফসিল হয়ে গেলে নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ।

ডোনাল্ড লুর চিঠির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে দলের সভাপতি ও নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে বেলা ১১টার দিকে পিটার হাস সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগকে সংলাপের প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।

বৈঠক শেষে গণমাধ্যমকে পিটার হাস বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হোক, এটাই আমরা আশা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, এটাই চাই। বৈঠকে সে প্রস্তাবই দিয়েছি। সম্প্রতি বাংলাদেশে যে ভায়োলেন্স হচ্ছে, তা নিয়ে আমরা কনসার্ন।

গেলো কয়েক দিনে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখছে বলেও জানান পিটার হাস।

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
যানজট অস্বীকার করে লাভ নেই: সেতুমন্ত্রী
আমরা আক্রান্ত হলে ছেড়ে দেবো না: সেন্টমার্টিন নিয়ে ওবায়দুল কাদের
বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ: কাদের
সর্বশেষ খবর
গানে ও নাটকে গানচিলের ঈদ উপহার
গানে ও নাটকে গানচিলের ঈদ উপহার
‘বিয়ের পর জানতে পারি স্ত্রীর অন্যত্র সম্পর্ক আছে’
‘বিয়ের পর জানতে পারি স্ত্রীর অন্যত্র সম্পর্ক আছে’
ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান
ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান
টিভি সিরিজ হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্তি ঈদে!
টিভি সিরিজ হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্তি ঈদে!
সর্বাধিক পঠিত
অবশেষে বদলি হলেন সাতক্ষীরা পৌরসভার সেই সিইও
অবশেষে বদলি হলেন সাতক্ষীরা পৌরসভার সেই সিইও
সেন্টমার্টিনে খাদ্যসংকট, কক্সবাজার থেকে গেলো পণ্যবোঝাই জাহাজ
সেন্টমার্টিনে খাদ্যসংকট, কক্সবাজার থেকে গেলো পণ্যবোঝাই জাহাজ
রুশ সম্পদ ‘চুরি’র পরিণতি পশ্চিমাদের ভুগতে হবে, হুঁশিয়ারি পুতিনের
রুশ সম্পদ ‘চুরি’র পরিণতি পশ্চিমাদের ভুগতে হবে, হুঁশিয়ারি পুতিনের
যানজট এড়াতে ঘুরতে হচ্ছে ২৯ কিলোমিটার সড়ক
যানজট এড়াতে ঘুরতে হচ্ছে ২৯ কিলোমিটার সড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘পিঁপড়ার গতিতে’ চলছে গাড়ি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘পিঁপড়ার গতিতে’ চলছে গাড়ি