দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। তিনি এই আসন থেকে টানা দুই বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তৃতীয় বার নৌকার মনোনয়ন পেতে ফরম জমা দিলেন কাজী নাবিল আহমেদ।
সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে ফরম জমা দেন কাজী নাবিল আহমেদের পক্ষে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এ সময় হরিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক ও হাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন বিপুল বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (১৯ নভেম্বর) কাজী নাবিল আহমেদের পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মন্টু ও সদর উপজেলা চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪ জন, দ্বিতীয় দিন রবিবার (১৯ নভেম্বর) ১ হাজার ২১২ জন এবং তৃতীয় দিন সোমবার (২০ নভেম্বর) ৭৩৩ জন ফরম কিনেছেন। ফলে তিন দিনে ৩ হাজার ১৯টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। এই কার্যক্রম চলবে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা। ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।