X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুর থেকে এমপি হতে চান জাহাঙ্গীর আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৫:৫৮আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৬:০২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

বুধবার (২২ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের মনোনয়ন বিক্রির বুথের দায়িত্বশীল এক নেতা। তিনি জানান, জাহাঙ্গীর আলম নিজে আসেননি। তার পক্ষে অন্য লোকের মাধ্যমে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া হয়।

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তিনি যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। একই আসন থেকে এবারও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহিদ আহসান রাসেল।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে 'বিতর্কিত’ মন্তব্য করায় জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ১৯ নভেম্বর আজীবন বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে ২০২২ সালের ১৭ ডিসেম্বর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় ২০২৩ সালের ১৫ মে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ।

অবশ্য, পাঁচ মাসের মাথায় চলতি বছরের ২১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দেওয়ার কথা জানায় আওয়ামী লীগ। তবে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রার্থীদের প্রতি দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ ক্ষমা ঘোষণা করায় তিনি এই সুযোগটি পেয়েছেন বলে এক চিঠিতে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন- 

আবারও ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলমকে আ.লীগ থেকে স্থায়ী বহিষ্কার

গাজীপুরের জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো আ.লীগ

আবারও ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম

মা এবং আমাকে হত্যা করতে চেয়েছিল: জাহাঙ্গীর আলম

মেয়র জাহাঙ্গীরকে বরখাস্তের বৈধতা বিষয়ে রায়ের তারিখ পেছালো

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন জাহাঙ্গীর আলম

মন্ত্রণালয় থেকে ভুয়া চিঠি দিয়ে আমাকে বরখাস্ত করে: জাহাঙ্গীর

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়ের বৈধ

মনোনয়ন বাতিলের পর জাহাঙ্গীর বললেন, ‘ইসি পক্ষপাতিত্ব করেছে’

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
‘নির্বাচনে কে কত প্রভাবশালী, তা আমরা দেখবো না’
সর্বশেষ খবর
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই