X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটি বিএনপির জন্য কোনও সাবজেক্ট না: ইকবাল হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন তার দলের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি কোনও বিষয় না। তিনি বলেন, ‘সার্চ কমিটি আমাদের জন্য কোনও সাবজেক্টই না। কারা আছে, কারা নেই, কে থাকলো, কে থাকলো না—এসব জানতে আমরা ইন্টারেস্টেডও না।’

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে  দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সার্চ কমিটি সংক্রান্ত বিষয়ে বিএনপির অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘আমাদের দলের অবস্থান খুব পরিষ্কার। আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না। এখন সার্চ কমিটিই হোক বা যেই হোক, আর যে নির্বাচন কমিশনই থাকুক, এই সরকার থাকলে আমরা কোনও নির্বাচনে যাবো না, এমন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ফলে, এটা নিয়ে আমরা কোনও রকম মন্তব্য করতে চাই না।’

তিনি বলেন, ‘এই সরকার অনেক কিছু বলে। এর আগেও বলেছিলো নিরপেক্ষ লোক, বস্তুনিষ্ঠ লোক সবাই। পরে আমরা যে নির্বাচন কমিশন পেয়েছিলাম, সেটা মনে হয় বাংলাদেশের জঘন্যতম নির্বাচন কমিশন।’

টুকুর মন্তব্য, এই সরকারের অধীনে কোনও নির্বাচনে বিএনপি যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচন করে তো প্রশাসন। আর প্রশাসন থাকে সরকারের অধীনে, তো এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রমাণিত।

এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘আমাদের দল থেকে কেউ কখনো আইনের কথা বলেছে বলে মনে পড়ে না। কেউ বলে থাকলে সেটা তার ব্যক্তিগত হতে পারে, ব্যক্তিগত মতামত দিয়েছে। বিএনপি দলীয়ভাবে নির্বাচন কমিশন আইনের ব্যাপারে কিছু বলেনি। বেগম জিয়াও বলেছেন, এই সরকারকে ক্ষমতায় রেখে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং, এই সরকারকে ক্ষমতায় রেখে যত বড়ই কমিশনই হোক, কোনও কিছুতেই কিছু হবে না।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন