X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

প্রস্তুতি নিয়েও পিছিয়ে যায় বিএনপি

সালমান তারেক শাকিল
১৮ মে ২০২২, ২২:২৩আপডেট : ১৮ মে ২০২২, ২৩:৪৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনসহ সামগ্রিক রাজনৈতিক ইস্যুতে বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপি মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়ার পর চার মাস পেরিয়ে গেছে। তিনটি টিমে বিভক্ত হয়ে অন্তত ৩০টি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আড়ালে আলোচনা করলেও প্রক্রিয়াটিকে দৃশ্যমান করতে পারছেন না দলটির নীতিনির্ধারকরা। পাশাপাশি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ইস্যুতেও বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিভক্তি রয়েছে। কমিটির সদস্যদের কেউ কেউ এখনও জোট ধরে রাখার পক্ষে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব অতি দ্রুতই বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পক্ষে। এরইমধ্যে তিনটি টিমকে আলাদা আলাদা করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাসের নেতৃত্বে একটি টিম ঐক্যফ্রন্টের একাধিক শরিক ও নতুন একটি দল, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি টিম ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের একাধিক শরিক এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে আরেকটি টিম বাম ও প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন।

সূত্র জানায়, অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের আলোচনা হলেও প্রক্রিয়াটিকে দৃশ্যমান করতে বারবার পিছিয়ে যাচ্ছে বিএনপি। এর পেছনে স্থায়ী কমিটির সদস্যদের মতবিরোধ কাজ রাখছে। বিশেষত, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট তথা মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতকে সঙ্গে রাখার বিষয় নিয়ে নেতারা ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

কয়েকটি সমমনা বিরোধী দলের নেতারা মনে করছেন, দক্ষিণপন্থী ও উগ্র ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক কী হবে, তা নিয়ে জনগণের সামনে এখনও পরিষ্কার করেনি বিএনপি। উপরন্তু, সর্বশেষ স্থায়ী কমিটির একজন সদস্য সরাসরি প্রতিবেশী ভারত নিয়ে যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে করে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষত, বিএনপির অবস্থানে আসলেই কোনও পরিবর্তন এসেছে কিনা, তা-ই এখন প্রশ্ন।

চলতি বছরের ৩ জানুয়ারিতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেয় বিএনপি। এরপর বাম, ডান ও প্রগতিশীল ধারার দলগুলোর সঙ্গে দফা দফায় আড়ালে আলোচনা করেন দলটির নেতারা। তবে প্রকাশ্য আলোচনার প্রসঙ্গটি এলেই পিছিয়ে পড়ে বিএনপি।

এর কারণ সম্পর্কে খোঁজ নিলে জানা যায়, যখনই বিষয়টিকে দৃশ্যমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখনই দলের প্রভাবশালীদের একটি অংশ বিভিন্ন কারণ দেখিয়ে বিলম্বিত করেছেন। কারও কারও সন্দেহ, বিএনপির নতুন রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে দলের কেউ অন্য কোনও পক্ষের হয়ে কাজ করছেন কিনা!

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গেও বিএনপির একাধিক নেতার কয়েক দফা আলোচনা হয়েছে। বুধবার (১৮ মে) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মনে হয় বিএনপি দলের ভেতরকার বোঝাপড়া পরিষ্কার করতে পারেনি। নিজেরা নিজেরা ব্রডলি হয়তো আলোচনাও করছেন না। অনেকে বলবার চেষ্টা করছেন, তারা স্লো হয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু লক্ষণীয় কালক্ষেপণ হচ্ছে। নদীর পানি সরে যায়, পানি তো এক জায়গায় স্থির থাকে না। এই পরিস্থিতিতে অপরিচিত ফোনোমেনা এবং সরকারের খেলাধুলার সুযোগ বাড়ছে।’

সাইফুল হক বলেন, ‘বিএনপির স্পষ্ট কথাবার্তা বলা দরকার। সময়ের জরুরত বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। তারা কীভাবে সিদ্ধান্ত নেবেন, বাইরের দল হিসেবে সে ব্যাপারে আমাদের বক্তব্য নেই। কিন্তু তারা যদি আলোচনা শুরু করেন, তাহলে সেটা নানামাত্রা পাবে।’

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের বোঝাপড়া খুব পরিষ্কার। সবাই এটা জানে। সরকারের পদত্যাগ, একাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে। আমরা মৌলিক বিষয়গুলোতে একমত হয়েছি। আর এ বিষয়ে সরকারের কোনও সুযোগ আছে বলে আমি মনে করি না।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সব বিষয়ে  সিদ্ধান্ত তো একসঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। আন্দোলনে চলতে চলতে অন্যান্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবো। আমাদের সবার লক্ষ্য এক।’

বিএনপির একজন প্রভাবশালী দায়িত্বশীল জানান, বিএনপির ভয় জামায়াতকে নিয়ে, জনগণের ভয় আওয়ামী লীগকে নিয়ে। জামায়াত অন্দরমহলে থেকে বিভ্রান্তি সৃষ্টি করবে, এটা অনুমেয়। বিএনপির সঙ্গে জামায়াতের ছাড়াছাড়ি হবে, এটা নিশ্চিত। কিন্তু বাধ্য হয়ে ছাড়াছাড়ি হলে রাজনৈতিক কোনও ফল আসবে না। দীর্ঘমেয়াদে ফলাফলও কম।

প্রভাবশালী এই দায়িত্বশীল বলেন, দলের অভ্যন্তরে সিনিয়র নেতাদের ব্যক্তিগত লাভক্ষতি, আস্থার সংকটের কারণে রাজনৈতিকভাবে অবস্থান গড়ে তোলার সুযোগ পাচ্ছে না বিএনপি। আর এখন যাদের সঙ্গে যুগপৎ ঐক্য হবে, তাদের সঙ্গে এর আগে বিএনপির কোনও সম্পর্ক ছিল না। মনস্তাত্ত্বিক সম্পর্কও ছিল না।

সাইফুল হক বলেন, ‘জামায়াতকে নিয়ে বিএনপি অনানুষ্ঠানিকভাবে বলবার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি জনগণের কাছে পরিষ্কার করেনি। সেটা মুভমেন্টের জন্য ক্ষতিকর।’

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জামায়াতকে ‘না’ করে দেওয়া হয়েছে।  জামায়াতকে ‘না’ করে দিয়েছে বিএনপি

সূত্র জানায়, ইতোমধ্যে মতবিনিময় করার প্রক্রিয়াটি নিয়ে দলের উচ্চপর্যায়ে কাজ চলছে। বিষয়টি নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। দলের উচ্চপর্যায় থেকেই এ বিষয়ক কোনও ঘোষণা হয়তো দেওয়া হতে পারে। তবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এ ধরনের কোনও সিদ্ধান্ত দলকে জানাননি।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুবই সত্য আমরা কয়েক দিনের মধ্যেই জাতিকে এ বিষয়ে জানাবো।’

আরও পড়ুন:

নীতি নির্ধারণ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে নীরব দ্বন্দ্ব

জামায়াত প্রশ্নে দোলাচলে বিএনপি, ‘উত্তরে’র অপেক্ষায় বাম দলগুলো

প্রগতিশীল দলগুলোকে পাশে না পেলে জামায়াতকে ছাড়বে না বিএনপি

জামায়াতের মতো ইসলামি আইনে বিশ্বাস করে না বিএনপি: ফখরুল

বিএনপির শীর্ষ নেতৃত্বকে জামায়াত ছাড়ার পরামর্শ স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের

বাকি আছে জামায়াত

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় গ্রেফতার তামিমের বাড়িতে অগ্নিসংযোগ
বন্ধু আব্দুল গোফরানের মৃত্যুতে মির্জা ফখরুলের স্মৃতিচারণ
সর্বশেষ খবর
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ