X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বিএনপির নির্বাচনে না যাওয়া নিয়ে জনমনে সন্দেহ রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১৯:৪৪আপডেট : ০২ আগস্ট ২০২২, ২০:০৮

বিএনপির নির্বাচনে না যাওয়া নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা বারবার বলছি এই সরকারের অধীনে নির্বাচন নয়। এটা নতুন কথা না। ২০১৮ সালের আগেও আমরা বলেছি। কিন্তু পরে নির্বাচনে গেছি। সে কারণে সাধারণ মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে আমাদের যে হুঙ্কার– এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না, সেটা নিয়ে কিছুটা সন্দেহ আছে। আশঙ্কাও আছে।’

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘এই আশঙ্কা দূর করতে পারলে, আমাদের কমিটমেন্টের জায়গায় দৃঢ় থাকলে আন্দোলন, হরতাল, অবরোধ কিছুরই দরকার হতো না।’

আওয়ামী লীগের দাম কমেছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটা জিনিসের দাম বাংলাদেশে প্রতিনিয়তই কমছে আর সেটা হলো আওয়ামী লীগের দাম। শেয়ার মার্কেটে আওয়ামী লীগের দরপতন ঘটেছে। ১০০ টাকার শেয়ার এখন ৫ টাকায় এসে দাঁড়িয়েছে। কিন্তু শেয়ার বাজারে বিএনপির দরপতন ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মানুষের অভাব-অনটনের শেষ নেই। কর্মসংস্থান নেই, মানুষের আয় নেই। ব্যয় বেড়েছে। এমন কোনও জিনিস নেই, যার দাম বাড়েনি।’

বিএনপি নির্বাচনে যাবে না, এই বিষয়ে দৃঢ় থাকার প্রত্যয় জানিয়ে গয়েশ্বর বলেন, ‘নির্বাচন কমিশনকে নিয়ে কোনও কথা বলার দরকার নেই। নির্বাচনে যাবো না, তাহলে কেন তার কথা শুনবো? আর সে কে রাজনৈতিক মীমাংসা করার? রাজনীতির মীমাংসা রাজনীতিবিদরা করবেন। রাজনৈতিক দলগুলো করবে। তারা ঠিক করবে ফয়সালা মাঠে না আলোচনায় করবে।’

তিনি বলেন, ‘ইভিএম নিয়ে কথা বলবো কেন? নির্বাচন করবো না, ইভিএম দিয়ে কী করবো? যখন নির্বাচনের পরিবেশ আসবে তখন ইভিএম নিয়ে কথা বলবো।’

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে শাসক গোষ্ঠী: গয়েশ্বর চন্দ্র রায়
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
স্লিপিং ট্যাবলেট খেলেও ভূতের ভয়ে সরকারের ঘুম আসে না: গয়েশ্বর
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না