X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নির্বাচন কমিশনের চিঠির জবাব কীভাবে দেবে বিএনপি?

সালমান তারেক শাকিল
২৬ মার্চ ২০২৩, ২৩:০০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২৩:০০

আলোচনার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের দেওয়া ‘ডিও লেটার’-এর (আধা-সরকারিপত্র) জবাব কীভাবে দেওয়া হবে—এ নিয়ে বিএনপিতে আলোচনা শুরু হয়েছে। ইসির চিঠির ‘নেপথ্যে’ কী উদ্দেশ্য আছে, তা নিয়েও দলটির নেতারা তৎপরতা শুরু করেছেন। কোনও কোনও নেতা অনানুষ্ঠানিকভাবে সমমনা বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন। কোনও কোনও নেতা কূটনৈতিক মহলে খোঁজ-খবর নিচ্ছেন ঘটনার আড়ালে আসলে কী আছে।

শনিবার (২৫ মার্চ) ও রবিবার (২৬ মার্চ) বিএনপি ও দলটির সঙ্গে যুক্ত যুগপৎ কর্মসূচিতে থাকা অন্য দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে এ বিষয়গুলো উঠে আসে।

বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপির সিদ্ধান্ত চূড়ান্ত। তবে ২৩ মার্চ দলের মহাসচিবকে লেখা প্রধান নির্বাচন কমিশনারের চিঠির পর খানিকটা কৌশলগত বেকায়দায় পড়ে যায় বিএনপি। এক্ষেত্রে সিইসির চিঠি ও আলোচনায় অংশগ্রহণের জন্য যে ভাষায় আহ্বান জানানো হয়েছে, তার উপযুক্ত জবাব দেওয়ার কৌশল বের করছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির সূত্রগুলো মনে করে, ২৩ মার্চ সিইসির চিঠির পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে পরস্পরের সঙ্গে কথা বলছেন বিএনপির নেতারা। কারও কারও ধারণা—পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে বিএনপিকে নির্বাচনে আনতে ইসিকে পরামর্শ দেওয়া হয়েছে। আবার কারও ধারণা, প্রতিবেশী কোনও রাষ্ট্রের পক্ষ থেকেও পরামর্শ দেওয়া হতে পারে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন নেতা উল্লেখ করেন, বাইরের কারও পরামর্শের কারণেই বিএনপিকে দৃশ্যত আন্তরিক ভাষায় চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নির্বাচন কমিশন পুরোপুরি সরকার-নিয়ন্ত্রিত। ফলে, দেশ-বিদেশের কনসার্ন পক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করতেই সিইসি চিঠি দিয়েছেন। এই আমন্ত্রণের ফলে বিএনপি কৌশলগতভাবে বেকায়দায় পড়েছে।

বিষয়টির ব্যাখ্যা করে এই নেতা বলেন, ‘‘বিএনপি যেহেতু শুরু থেকেই বর্তমান ইসিকে আমলে নিচ্ছে না। তাদের সংলাপের আহ্বানে বিএনপি বরাবরই ‘না’ জানিয়েছে, সেদিক থেকে এবার কী জবাব দেবে, এ নিয়ে খানিকটা রাজনৈতিক কৌশল রয়েছে।’’

বিএনপির সঙ্গে যুগপতে যুক্ত একটি দলের প্রধান নেতা এই প্রতিবেদককে বলেন, ‘‘যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে প্রকাশ্যে ‘না’ করার মধ্যে বিপদ আছে। রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করতে চায় না বিএনপি বা বিরোধী দলগুলো। সেক্ষেত্রে কোনও এক প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে।’’

নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলগুলোর মতামত নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাব সরাসরি না মিললেও কোনও কোনও নেতা মনে করেন, রাজনৈতিক বর্তমান অবস্থার সঙ্গে ইসির চিঠি সঙ্গতিপূর্ণ নয়। এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বলেন, ‘বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য দেশের ভেতরে জনমতের চাপ, সব আন্তর্জাতিক মহলের প্রত্যক্ষ-পরোক্ষ চাপের কারণে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলে ধারণা করি। সরকার নির্বাচন কমিশনকে দিয়ে পরিবেশ তৈরি করা, বিএনপি ও বিরোধী দলগুলোকে আলোচনার টেবিলে আনছে— ইসির চিঠির শব্দ-বাক্য এ ধরনেরই ইঙ্গিত দিচ্ছে।’

বিএনপির গুরুত্বপূর্ণ ও সমমনা বিরোধী দলগুলোর একাধিক নেতা এ প্রতিবেদককে জানান, বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক শিষ্টাচার দেখানো হতে পারে। এক্ষেত্রে সিইসিকে চিঠির জবাব দিতে পারেন বিএনপির মহাসচিব। দলের ন্যূনতম কোনও প্রতিনিধির মাধ্যমে তা সিইসি বরাবর পৌঁছানো হতে পারে। কোনও কোনও নেতার দাবি—কোনও আলোচনার জন্য নয়, বরং বর্তমান ইসি যে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অক্ষম, সে বিষয়টি রাজনৈতিক ঔদার্যের মধ্য দিয়ে ইসিকে জানানো হবে।

শনিবার দলের এক সভায় বিএনপির মহাসচিবও প্রশ্ন করেন, ‘নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা আছে নাকি? সে পারবে এই প্রশাসনকে সোজা করতে? চিঠি-টিঠি দিয়ে অযথা কেন আপনারা হয়রান হচ্ছেন।’ তবে তিনি এও জানান, সোমবার (২৭ মার্চ) বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই কমিশনের সঙ্গে কীসের আলোচনা। এটা তো কোনও বিষয়ই না আলোচনার। অবৈধ সরকারের নিয়োগকৃত নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে আরেকটি ভোটচুরির প্রকল্প বাস্তবায়ন করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। তারা চিঠি দিয়ে জনগণের সামনে, বিদেশিদের সামনে দেখাচ্ছে—তারা ফেয়ার নির্বাচনের চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা হচ্ছে ভোটচুরির প্রকল্পের অংশ।’

সিইসির চিঠির জবাব লিখিত দেওয়া হবে কিনা জানতে চাইলে আমির খসরু উল্লেখ করেন, ‘বিএনপির মৌলিক অবস্থানের কোনও পরিবর্তন আসবে না। চিঠির উত্তর কীভাবে দেওয়া হবে, এটা পার্টির ইন্টারনাল ফরমালিটি।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত 
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি