X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের মধ্যে দূরত্ব

সালমান তারেক শাকিল
৩০ মার্চ ২০২৩, ২০:২৯আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮:৫৯

গত বছরের ৩০ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সমমনা বিরোধী দলগুলোর যুগপৎ কর্মসূচি শুরু হয়েছিল। যাত্রা শুরুর তিন মাসের মধ্যেই সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় গণতন্ত্র মঞ্চের সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছে বিএনপির। আর মনোমালিন্যের পেছনে বিএনপির ভূমিকাকেই দায়ী করছেন সাতদলীয় গণতন্ত্র মঞ্চের নেতারা।

গণতন্ত্র মঞ্চের উল্লেখযোগ্য শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, যৌথ ঘোষণা ও কর্মসূচি প্রণয়ন নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনও সমন্বয় করা হচ্ছে না। অন্তত মাসখানেক আগে বিএনপির ১০ দফা ঘোষণা, ২৭ দফা দাবি ও গণতন্ত্র মঞ্চের ১৪ দফা মিলিয়ে সাত দফা তৈরি করেছিলেন মঞ্চের নেতারা। এই প্রস্তাব বিএনপির হাতে পৌঁছানোর অন্তত তিন সপ্তাহ পার হলেও দলটির পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, ‘বিএনপির ১০ দফা ইতোমধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন আবার নতুন দফা সামনে আনার বিষয়টি কেমন দেখাবে? আর এই যৌথ ঘোষণা নিয়ে দলেও আলোচনা করতে হবে।’

গণতন্ত্র মঞ্চের একটি দলের প্রধান উল্লেখ করেন, পহেলা রমজানে বিএনপির পক্ষ থেকে ১ এপ্রিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অথচ এই কর্মসূচি নিয়ে কোনও আলোচনাই করা হয়নি। আমাদের জানানো হয়েছে ফোনে, মেসেজের মাধ্যমে।

সাতদলীয় গণতন্ত্র মঞ্চের আরেক নেতা অভিযোগ করেছেন—বিএনপির আচরণ প্রপার নয়। তারা নিঃসন্দেহে বড় পক্ষ। তারা শুরু থেকে মতামত চাইতো, জিজ্ঞেস করতো, কিন্তু বিগত অন্তত দেড় মাস ধরে তাদের পক্ষ থেকে সমন্বয় করা হচ্ছে না।

যুগপতে যুক্ত থাকা একটি দলের সাধারণ সম্পাদক মনে করেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে ভূমিকা রয়েছে বিএনপির অভ্যন্তরীণ জটিলতার। তাদের ভেতরকার কোনও জটিলতা এই উদ্যোগে প্রভাব ফেলছে।

বিএনপির সঙ্গে মঞ্চের দূরত্ব সৃষ্টির বিষয়টিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। আমাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হয়েছে। আশা করি সেটা কাটিয়ে উঠতে পারবো।’

মঞ্চের একাধিক নেতা জানান, সাতদলীয় মঞ্চে রয়েছে—জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ-অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও গণসংহতি আন্দোলন। এই দলগুলোর নেতাদের সামাজিক-রাজনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতা রয়েছে।

মঞ্চের একটি দলের প্রথম সারির একজন নেতা বলেন, ‘সাত দলের শক্তিমত্তা কম। বিএনপি বড় দল। কিন্তু বিএনপি তাদের সঙ্গে ঐক্য করেছে মূলত সামাজিক-রাজনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতার কারণেই। সেদিক থেকে বিএনপির আচরণ উপযুক্ত না।’

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে আসলে কোনও দূরত্ব সৃষ্টি হয়নি। যুগপৎ কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েকজন। এরমধ্যে অসুস্থতার কারণে ইকবাল হাসান মাহমুদ বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন। সে কারণে যোগাযোগে ব্যাঘাত ঘটতে পারে।

এ প্রসঙ্গে স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি একটি বড় দল। আমরা একটি বিষয় অন্যান্য দলের মতো চাইলেই শেষ করে দিতে পারি না। গণতন্ত্র মঞ্চের সঙ্গে দফায় দফায় আলোচনায় এই বিষয়গুলো প্রমাণিত। সেক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক হবে না।’

গণতন্ত্র মঞ্চের একাধিক সদস্য জানায়, যুগপৎ আন্দোলনের নতুন পর্ব শুরু করতে গণতন্ত্র মঞ্চ মরিয়া। যেভাবেই হোক কর্মসূচি নির্ধারণ, যৌথ ঘোষণা চূড়ান্তকরণ সম্পন্ন করা প্রয়োজন। চলতি রোজার মধ্যে ঘোষণা চূড়ান্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে জানায় সূত্র।

বিএনপির লিয়াজোঁ কমিটির একজন সদস্য এই প্রতিবেদককে বলেন, ‘ইতোমধ্যে ইকবাল হাসান মাহমুদের অনুপস্থিতিতে পুরো বিষয়টি দেখভাল করতে উদ্যোগী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খুব শিগগিরই বৈঠক করবেন।’

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আগামী ২ এপ্রিল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক হবে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।’

এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বলেন, ‘আগামী ২ এপ্রিল আমাদের বৈঠক আছে। আশা করি গ্যাপগুলো দূর করতে পারবো। যুগপৎ আন্দোলন কীভাবে জোরদার করবো, যৌথ ইশতেহারের কাজ শেষ করতে পারবো—সেগুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি রোডম্যাপ গুছিয়ে নিতে পারবো।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত না নিলে বিপদ হতে পারে, সরকারকে রিজভী
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র